সংবাদপত্রের আলোচিত খবর
পাপন ছিলেন ক্রিকেটের ‘হাসিনা’
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
নিত্যপণ্যের দাম কমাতে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছিল সরকার। কমানো হয়েছিল শুল্ক–কর। কিন্তু এক মাসে আমদানি তেমন একটা বাড়েনি।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
শুল্ক কমালেও আমদানি বাড়েনি নিত্যপণ্যের, দামও চড়া
অবশ্য ব্যবসায়ীরা বলছেন, আমদানির অনুমতি দেওয়া ও শুল্ক–কর কমানোর একটি সুফল হলো, বাজার স্থিতিশীল হয়েছে। দু–একটি পণ্যের দাম কিছুটা কমেছেও। কিন্তু ভোক্তারা বলছেন, বাজার এখনো চড়া। কিছু ক্ষেত্রে দাম বেড়েছেও। সরকার শুল্ক–কর তুলে নিয়ে প্রায় ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে।
কালবেলা
অর্থ সচিব থাকাকালেও রউফ কুকীর্তির নজির রেখেছেন
২০২২ সালের জুলাইয়ে আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর ব্যাংক খাতে বড় কয়েকটি ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। কয়েক বছর ধরে চলা ব্যাংক খাতের দুর্নীতি, অনিয়ম, খেলাপি ঋণ, অর্থ পাচার রোধ করতে তিনি শুধু ব্যর্থই হননি; দুর্নীতিবাজদের সুরক্ষাও দিয়ে আসছিলেন। ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সংবাদ যাতে গণমাধ্যমে না আসে, সেজন্য তিনি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংককে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ৯ আগস্ট গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।
দেশ রূপান্তর
গণ-অভ্যুত্থানের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। অভ্যুত্থান সফল হওয়ার পর এবার নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও একধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্যবিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও তারুণ্যনির্ভরই হচ্ছে দলটি।
মানবজমিন
বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি। রোববার রাজধানীতে এমন অনেক ঘটনা ঘটেছে। পুরান ঢাকায় হাসপাতালে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর জেরে ওই এলাকায় তুলকালাম কাণ্ড ঘটে। হাসপাতালসহ ব্যাপক ভাঙচুর করা হয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে। পরীক্ষা চলাকালে সোহরাওয়ার্দী সরকারি কলেজে হামলা হলে পরীক্ষা স্থগিত করা হয়। কলেজটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। হামলা-সংঘর্ষের সময় ওই এলাকায় এক অরাজক পরিস্থিতি তৈরি হয়।
বাংলাদেশ প্রতিদিন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলোতে বইছে নির্বাচনি হাওয়া। প্রতিটি দল নিজের মতো করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীতের মতো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে যেসব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের নিয়েই আগামীতে ভোট করবে তারা। নির্বাচনে শরিকদের দেবে আসন ছাড়। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের একসময়ের গুরুত্বপূর্ণ মিত্র জামায়াতে ইসলামী নির্বাচন ঘিরে দেশের প্রধান প্রধান দল বিশেষ করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও ইসলামী দলগুলো নিয়ে মোর্চা গঠন করতে যাচ্ছে। থেমে নেই বাম দলগুলোও। তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি।
সমকাল
সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব
সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন প্রস্তাব পেয়েছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা ‘হ্যাঁ-না’ ব্যালটে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। যদিও বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই।
এ ছাড়া অংশীজনের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া, সংসদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্বসহ সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রস্তাব এসেছে। সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
দৈনিক বাংলা
পোশাকশিল্পে কমছে নারী শ্রমিক, নেমে আসতে পারে স্থবিরতা
দেশের পোশাক কারখানাগুলোতে নারী শ্রমিকদের সংখ্যা ক্রমাগত কমে আসছে। বিজিএমইএর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই শিল্পে ১৯৮০ সালে নারী শ্রমিকের হার ছিল ৮০ শতাংশ, যা ২০২১ সালে ৫৩.৭ শতাংশে নেমে এসেছে। বিশ্লেষণে দেখা যায়, মূলত ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত তারা এই শিল্পে নিয়োজিত থাকেন। বয়স ৩৫ হওয়ার পর তারা এই কাজ ছেড়ে বিকল্প পেশার দিকে ঝুঁকতে থাকেন। বিকল্প হিসেবে তারা যেসব কাজকে বেছে নিচ্ছেন সেগুলো হচ্ছে: কৃষিভিত্তিক ও গৃহস্থালি এবং নিজের মালিকানাধীন দর্জির দোকানে কাজ করা।
আরও পড়ুন
বণিক বার্তা
নির্মাণের ছয় বছরে একদিনও ব্যবহার হয়নি চার স্টেশন
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে টুঙ্গিপাড়া ৫৫ কিলোমিটার নতুন রেলপথ তৈরির কাজ শেষ হয় ২০১৮ সালে। নির্মাণ করা হয় ছয়টি স্টেশন। তবে নির্মাণের পর একদিনের জন্যও ব্যবহার হয়নি চারটি স্টেশন। দীর্ঘ সময় বন্ধ থাকায় পড়ে থেকে নষ্ট হচ্ছে স্টেশনগুলোর বিভিন্ন মালপত্র। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশন ভবনগুলোর বিভিন্ন কাঠামো। এমনকি ব্যবহার না হওয়ায় সেখানকার সিগন্যাল ব্যবস্থাও অকেজো হয়ে পড়েছে। স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের জন্য নির্মিত স্টাফ কোয়ার্টারগুলোরও একই অবস্থা।
কালের কণ্ঠ
হোয়াট মিস্টার প্রেসিডেন্ট?’
পাশে বসা ভদ্রলোকের বাংলায় বলা কথার ‘লন্ডন’ শব্দটিই শুধু উদ্ধার করতে পেরেছিলেন ইংলিশ কোচ স্টিভ রোডস। বাকিটা বুঝতে না পেরে জানতে চেয়ে জবাব পেয়েছিলেন, ‘না, না...তেমন কিছুই নয়।’
আসলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাটি বাংলাদেশ দলের হেড কোচের জন্য প্রীতিকর ছিল না মোটেও, ‘হুম বুঝেছি, তোমাকে লন্ডনের ফ্লাইটে তুলে দেওয়ার সময় এসে গেছে!’ এটি ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালের আগের দিন সন্ধ্যার ঘটনা। দুবাইয়ের ফেস্টিভাল সিটির হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিম মিটিংয়ে আলোচনা চলছিল পরের দিন ভারতের বিপক্ষে ফাইনালের একাদশ নিয়ে।
বণিক বার্তা
আদানিসহ ৭ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করছে পর্যালোচনা কমিটি
শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বাক্ষরিত বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য একটি লিগ্যাল ও তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির এক প্রস্তাবে গতকাল অন্তর্বর্তী সরকারের কাছে এ সুপারিশ করা হয়। সেই সঙ্গে আরো জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্য চুক্তিগুলো বিশ্লেষণ করতে কমিটির আরো সময় প্রয়োজন।
প্রথম আলো
‘মালেক পার্টি’ গড়ে মানিকগঞ্জ ‘শাসন’
২০০৮ সালে প্রথম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর জাহিদ মালেক দলের মধ্যে নিজের একটি পক্ষ তৈরিতে সক্রিয় হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রভাব বাড়তে থাকে। ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি মানিকগঞ্জে একক আধিপত্য গড়ে তোলেন। স্বজন ও অনুসারীদের নিয়ে তাঁর গড়া পক্ষ তৃণমূল নেতা-কর্মীদের কাছে ‘মালেক পার্টি’ হিসেবে পরিচিতি পায়।
বাংলাদেশ প্রতিদিন
‘ওরে নীল দরিয়া, আমায় দেরে দে ছাড়িয়া...’। আবদুল জব্বারের গাওয়া সত্তরের দশকের ‘সারেং বউ’ সিনেমার গানটি মানুষের হৃদয়ে আজও জীবন্ত। তবে মৃত্যু ঘটেছে সেই দরিয়ার (নদী)। শিল্প বর্জ্য ও স্যুয়ারেজ দূষণে দরিয়ার সেই নীল পানি এখন আলকাতরার মতো কুচকুচে কালো। হারিয়ে গেছে মাছসহ নানা জলজ প্রাণী। দুর্গন্ধযুক্ত সেই পানিতে বসতি হয়েছে মেক্সিকোয় ‘শয়তান মাছ’ হিসেবে পরিচিত রাক্ষুসে সাকার মাছের। রাজধানীর ধমনিখ্যাত বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর বর্তমান অবস্থা এমনই। গত এক যুগে নানা উদ্যোগ ও আশাজাগানিয়া রাজনৈতিক বক্তব্যের পর আজও অস্তিত্ব সংকটে ধুঁকছে নদীগুলো। একাধিক গবেষণা প্রতিবেদনে নদীগুলোর তীরবর্তী এলাকায় আবাদ করা ধান ও শাক-সবজিতে পাওয়া গেছে ক্ষতিকর ভারী ধাতু। মাছের দেহে মিলেছে মাইক্রোপ্লাস্টিকসহ নানা বিষাক্ত কেমিক্যাল ও ভারী ধাতু- যা ক্যান্সারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ সৃষ্টি করছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথম আলো
নারী নির্যাতনের ৬৮% আসামি গ্রেপ্তার হয়নি
গত ৯ আগস্ট রাজধানীর কাছে দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি ছিল ছয়জন। এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। আসামিকে শনাক্ত করে এলাকার লোকজন আটকের পর থানায় নিয়ে আসে। বাকি আসামিরা পুলিশের খাতায় ‘পলাতক’।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ৭ সেপ্টেম্বর এক প্রবীণ নারী (৬৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তিনি ত্রাণের আশায় কয়েক নারীর সঙ্গে ঢাকায় এসেছিলেন। ঘটনার সময় উদ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। ওই মামলায় আসামি অজ্ঞাতপরিচয় কয়েকজন। মামলাটি শাহবাগ থানা থেকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে (ভিকটিম সাপোর্ট সেন্টার নামে বেশি পরিচিত) স্থানান্তর করা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত হয়নি। ফলে গ্রেপ্তার হয়নি কেউ।
এছাড়া পাঁচ বিসিএসে নিয়োগ হবে ১৮,১৪৯ জন; দিনভর রণক্ষেত্র পুরান ঢাকা; একতরফা ও গায়ের জোরের ভোট করতে চান না সিইসি; ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু; এরপরও আসছেন না বিচারের আওতায়!; বঞ্চিত অতিরিক্ত সচিবরা গ্রেড ১-এ পদোন্নতি পাবেন; ন্যূনতম আয়ের প্রক্রিয়া চালু হলে দারিদ্র্য কমবে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।