কনটেইনারবাহী বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ফলে ৬ ঘণ্টা সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিলম্বের জের কাটিয়ে সিডিউল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে উত্তরার আজমপুরের জয়নাল মার্কেট এলাকায় বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার পর একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনের আপ লাইন (ঢাকা থেকে টঙ্গী) বন্ধ হয়ে যায়। এতে ঢাকা স্টেশনে থাকা ট্রেনগুলো বিলম্বের শিকার হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বেলা সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে বলেন, এখন ২টি লাইন ক্লিয়ার আছে। তবে কনটেইনার ট্রেন ডি-রেল হওয়ার পর শুধুমাত্র ডাউন লাইনে (টঙ্গী থেকে ঢাকা) ট্রেন চলাচল করেছে। ফলে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়েছে।
এমএইচএন/এসএম