এবার মুখোমুখি বুটেক্স-ঢাকা পলিটেকনিক, কয়েকজন আহত
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (১২টা ১৬ মিনিট) থেমে থেমে তখনও সংঘর্ষ চলছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বুটেক্সের আবাসিক হলের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রথম তাদের ওপর হামলা করেছে। এমন খবর ছড়িয়ে পড়লে বুটেক্স শিক্ষার্থীরাও জড়ো হতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরবর্তীতে সেনাবাহিনী আসার পর দু’পক্ষের মাঝে অবস্থান নেয় এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে।
এ ঘটনায় বুটেক্সের ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। এদিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
টিআই/এমজেইউ