প্রেস উইং
গুম সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে বরখাস্ত করা হয়নি
দেশে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (২৪ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, বেশ কয়েকটি টিভি চ্যানেল এ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুমবিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন
কমিশন প্রধান বলেছেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে– তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’
বার্তায় আরও বলা হয়, আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।
এমএসআই/এসএসএইচ