খালের ভূমি অধিগ্রহণ এবং খনন প্রকল্পের আওতায় মান্ডা খালের সম্পাদিত কাজের ১১টি বিল যাচাই-বাছাই করে পরিশোধের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক অফিস আদেশে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।

প্রকৌশলী শারমিন হক আমীর জানান, ঢাকা ওয়াসার হাজারীবাগ, বাইশটেকি, কুর্মিটোলা, মান্ডা ও বেগুনবাড়ি খালের ভূমি অধিগ্রহণ এবং খনন প্রকল্পের আওতায় মান্ডা খালের সম্পাদিত কাজের বিল যা ইতোমধ্যে পরিশোধের জন্য হিসাব বিভাগে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিল যাচাই-বাছাই করে সঠিক মূল্যায়নের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা ওয়াসার মডস জোন ৯ এর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক। এছাড়া বাকি দুই সদস্য হিসেবে রয়েছেন ঢাকা ওয়াসার ডিএএসডব্লিইএস প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ওয়াসার হিসাব বিভাগের উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল খান।

শারমিন হক আমীর আরও জানান, গঠিত কমিটি মান্ডা খালের সম্পাদিত কাজের ১১টি বিল যাচাই-বাছাই করে তাদের মতামত দেবেন। এছাড়া কমিটি তদন্ত প্রতিবেদন দ্রুত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেবেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রেষণে পদায়ন হওয়া ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২৫ জনের প্রেষণাদেশ বাতিল করেছে ঢাকা ওয়াসা।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুরোধের প্রেক্ষিতে বাতিলপূর্বক পরবর্তী পদায়নের জন্য তাদেরকে ঢাকা ওয়াসায় ফেরত এনে ১৫ জন কর্মকর্তাকে প্রশাসন বিভাগ ১ এবং ১০ জন কর্মচারীকে প্রশাসন বিভাগ ২-এ সংযুক্ত করা হয়েছে।

এএসএস/আরএইচ