শাপলা চত্বরে হত্যাকাণ্ড
নিহত বুয়েট শিক্ষার্থী রেহানের পক্ষে ট্রাইব্যুনালে অভিযোগ মায়ের
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যার শিকার হওয়ার’ অভিযোগে বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পক্ষে তার মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
রোববার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেহান আহসানের মা ইফফাত আরার অভিযোগ দায়ের করেন। তার পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।
বিজ্ঞাপন
এতদিন এ বিষয়ে মামলা, অভিযোগ করার সাহস পাননি। যে কারণে আজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয়েছিল বুয়েটের তৎকালীন শিক্ষার্থী রেহান আহসানকে। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়, কিন্তু তাদেরকে কোনো ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন, এবং আওয়ামী লীগ সরকারের চাপে এতদিন তারা এ বিষয়টি জনসম্মুখে আনতে পারেননি। তারা আজ তার ছেলের বিচার চাইতে এসেছেন।
তিনি বলেন, অভিযোগে নাম রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার সহ অজ্ঞাতনামা মোট ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এএসএস/এমএ