সংবাদপত্রের আলোচিত খবর
পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বাকু জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’। কিন্তু ২০০টি দেশের প্রতিনিধিরা দুই সপ্তাহ বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। গত শুক্রবার থেকে টানা দুই দিনের রুদ্ধদ্বার বৈঠকেও আসেনি কাঙ্ক্ষিত ফল।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
জলবায়ু সম্মেলনে কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার চেয়েছে। আর শিল্পোন্নত দেশগুলো বছরে সর্বোচ্চ ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলার দিতে রাজি হয়েছে। তা-ও ওই অর্থ শুধু তারা একলা দেবে না; চীন, ভারত ও ব্রাজিলের মতো দ্রুত উন্নয়নশীল দেশগুলোকেও তহবিলে অর্থ জমা দিতে হবে।
কালবেলা
সংখ্যালঘুদের জমি দখল করে কিরণের বাগানবাড়ি
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণের একটি বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে। এই বাগানবাড়ির মূল্য প্রায় ১৬০ কোটি টাকা। বাগানবাড়িতে এখন কেউ নেই। বাড়ির গেটে তালা মেরে পালিয়েছেন নিরাপত্তাকর্মীরা। বাগানবাড়িটি শহরের কালীগঞ্জের ছিকুলিয়া গ্রামে অবস্থিত। গত সোমবার ভারতে পালিয়ে যাওয়ার সময় কিরণ বিজিবির হাতে আটক হন।
খোঁজ নিয়ে জানা যায়, কিরণ আটক হওয়ার দুদিন আগে ওই বাগানবাড়িতে লোকসমাগম ছিল। ২০২১ ও ২০২২ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রিনডট বিল্ডার্সের নামে ৩.২৬ একর জমি ক্রয় করেন। মোট ৬টি নামজারি করে জমাভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে ক্রয় করেছেন। একই সঙ্গে বালু নদীর তীরও দখল করে মাটি ভরাট করেছেন। এখন এই বাগানবাড়ির আওতায় প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। ১০ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন ৪০ বিঘা তার নিয়ন্ত্রণে।
মানবজমিন
অক্টোবরে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫ জন
অক্টোবর মাসে দেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত ও ৮১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। গতকাল সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতি জানায়, এই এক মাসে রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ৩৬ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৩৪টি দুর্ঘটনায় ৫৭৫ জন নিহত এবং ৮৭৫ জন আহত হয়েছেন।
কালবেলা
বিলাসবহুল গাড়ি আমদানিতে নজিরবিহীন জালিয়াতি
নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটেছে বিলাসবহুল গাড়ি আমদানিতে। শুল্ক ফাঁকি দিতে গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার থেকে মডেল নম্বর পরিবর্তন করে গাড়ি খালাস করেছে একটি অসাধু চক্র। আর জাল দলিলাদি দিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছে। এভাবে ফাঁকি দেওয়া হয়েছে কোটি কোটি টাকার শুল্ক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যে একটি বিএমডব্লিউ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সন্ধানে আছে আরও পাঁচটি গাড়ি। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বণিক বার্তা
পুরনো নীতি অনুসরণ করে বন্ডের মাধ্যমে বিদ্যুতের বকেয়া পরিশোধ হচ্ছে
বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ বিপুল অংকের অর্থ বকেয়া পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বকেয়া পরিশোধের উদ্যোগ নেয়া হয়। চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে কয়েক ধাপে বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বিদ্যুৎ ও সারের ভর্তুকি বাবদ ২৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করা হয়েছে। ভর্তুকি বাবদ বকেয়া থেকে যাওয়া বাকি দায় পরিশোধের ভার এখন গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ওপর। পাশাপাশি তৈরি হয়েছে নতুন দায় পরিশোধের চাপও। এ অবস্থায় বিগত সরকারের মতো বকেয়া পরিশোধে বন্ডের দ্বারস্থ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারও।
কালবেলা
সংখ্যালঘুদের ৮ দফা দ্রুত বাস্তবায়ন করুন
ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা অনতিবিলম্বে বাস্তবায়নসহ চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ দাবি জানান।
সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে সংবিধান হতে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া, কিশোরগঞ্জের হৃদয় রবি দাসকে হত্যা, চট্টগ্রামের হাজারী লেনে সাম্প্রতিক হামলা, ধর্ম অবমাননার ‘কথিত’ অভিযোগে সুনামগঞ্জের আটককৃত আকাশ সিংহকে গ্রেপ্তার ও মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং নেত্রকোনার মোহনগঞ্জের হিন্দু জমি জবরদখলে অপচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বণিক বার্তা
পাঁচ বছরের মধ্যে এবারই সর্বোচ্চে আলুর দাম
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকার বেশি দামে। আর দেশী জাতের নতুন আলুর দাম আরো বেশি। প্রতি বছরই নভেম্বরে বাজারে নতুন আলু আসার ও ঠিক এর আগমুহূর্তে কৃষিপণ্যটির দাম কিছুটা বাড়তে দেখা যায়। তবে পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম পুরনো আলুর দাম কেজিতে ৭৫ টাকা ছাড়িয়েছে। এক বছর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর বাজারে আলুর কেজিপ্রতি মূল্য ছিল ৫০ টাকার মধ্যে।
কালের কণ্ঠ
পাচারে ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ-সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করেন ঘুষখোর, দুর্নীতিবাজ লুটেরারা। অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারীচক্র দেশ থেকে অন্তত ১৭ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বউ-বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলাবাড়ি, ফ্ল্যাট কিনে আয়েশে দিন কাটাচ্ছেন, অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে।
আরও পড়ুন
বণিক বার্তা
এক বছরের মধ্যে নির্বাচন চায় ৬১.১% মানুষ, সংস্কার শেষে ভোটের পক্ষে ৬৫.৯%
দেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করে, এক বছরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ বলেছে, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কারের প্রয়োজন বলে মনে করবে তার সব করার পরই ভোটের আয়োজন করা উচিত। আর শুধু নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে এক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইত্তেফাক
আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনে যে কয়েকটি ঘটনা আলোচনার শীর্ষে স্থান করে নিয়েছে, এর অন্যতম ‘ঢালাও মামলা’। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে এ পর্যন্ত হওয়া ঢালাও মামলায় বেশির ভাগ ক্ষেত্রেই ঘটনা সম্পর্কে আসামিদের সিংহভাগ কিছুই জানেন না। বাদী চেনেন না আসামিকে, আসামিরাও চেনেন না বাদীকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, বাদী নিজেও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনও অভিযোগ উঠেছে, শত শত মানুষকে আসামি করে মামলা দিতে বাদীকে বাধ্য করা হয়েছে, কখনো দেখানো হয়েছে টাকার প্রলোভনও।
কালের কণ্ঠ
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলের অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় পাঠ্যবইয়ে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আগামী শিক্ষা বর্ষে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন।
যুগান্তর
কারসাজিতে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি
কঠোর দাপ্তরিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহু মূল্যবান প্লটসহ একাধিক পরিত্যক্ত বাড়ি প্রভাবশালীদের অনুকূলে বরাদ্দ দিয়েছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ইতোমধ্যে অভিজাত গুলশান এলাকার এমন কয়েকটি বাড়িতে ঝুলছে নতুন মালিকানার সাইনবোর্ড। সেখানে এখন পুরোনো কাঠামো ভেঙে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চলছে জোরেশোরে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজউকের আওতাধীন কয়েকটি পরিত্যক্ত বাড়ি হস্তান্তরে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে। সরাসরি কর্তৃপক্ষের মদদে সরকারি সম্পদ তছরুপের অপরাধ সংঘটিত হয়। রহস্যজনক কারণে সবকিছু জেনেও সংশ্লিষ্টদের কেউ বিষয়টি আমলে নেননি। এমনকি খোদ রাজউকের বোর্ডসভা থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।
কালের কণ্ঠ
দুবাইয়ে বিপু-কাজলের ২০০ কোটির দুই ভিলা
পাচারের অর্থে বিলাসী জীবন গড়লেন দুই বন্ধু। স্বপ্নের শহর দুবাইয়ের হিলসে দুটি ডুপ্লেক্স বাড়ি কিনেছেন তারা। ঘনিষ্ঠ দুই বন্ধু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) পাচার করা অর্থে গড়েছেন মধ্যপ্রাচ্যে সাম্রাজ্য। শুধু বিলাসবহুল বাড়ি নয়, অবৈধভাবে নানা ব্যবসায় রয়েছে বিনিয়োগ।
বণিক বার্তা
অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন ২৯১ শিক্ষার্থী
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট কার্যত ভেঙে পড়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা। সে সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন-রাত কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা ছয়দিন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। রাজধানীবাসীকে সচেতন করতে গত ২১ অক্টোবর থেকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ‘ট্রাফিক পক্ষ’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়। ট্রাফিক পক্ষের শুরুর দিকে পুলিশের পাশাপাশি ঢাকার সড়কে কাজ করার জন্য এক হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমানে ২৯১ শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে এ কাজে যুক্ত রয়েছেন।
প্রথম আলো
দেশে ঘণ্টায় ৩ অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে
আকালিক বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুর হার বিশ্বে সবচেয়ে বেশি বাংলাদেশে। দেশে ১৬ শতাংশ শিশুর জন্ম হচ্ছে অকালে। প্রতি ঘণ্টায় অপরিণত ও কম ওজনের তিনটি নবজাতক দেশের কোথাও না কোথাও মারা যাচ্ছে। প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা যা আছে, তার পূর্ণ ব্যবহার হচ্ছে না।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। ‘বাংলাদেশে অপরিণত শিশুর বোঝা, গৃহীত পদক্ষেপ ও উদ্ভাবন’ শীর্ষক এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও বিএসএমএমইউ। এতে গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক, শিক্ষার্থী এবং একাধিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
এছাড়া নরসিংদীর আদালত / জীবিত আসামিকে মৃত দেখিয়ে হত্যা মামলায় খালাস; স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।