বিল পরিশোধের জটিলতা নিরসনে ডিএসসিসির কমিটি
ঠিকাদারদের চূড়ান্ত বিল পরিশোধের জটিলতা নিরসনে ছয় সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে ছয় সদস্যের কমিটি অনুমোদন দেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ১, ২, ৩, ৪ ও ৫ এর আওতাধীন বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো জরুরি ভিত্তিতে টার্ম কন্ট্রাক্ট ঠিকাদারের মাধ্যমে সংস্কার, মেরামত, উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়। কাজের চূড়ান্ত বিল পরিশোধের জটিলতা নিরসনে কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
জানা গেছে, ছয় সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।
কমিটির বাকি সদস্যরা হলেন– ডিএসসিসির পুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, দক্ষিণ সিটির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী এবং অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী।
এএসএস/এসএসএইচ