দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা, তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্বলিত করতে পারলে দুর্নীতি দমন সহজ হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয়েছে। সচিব সভার সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন আইন’২০০৪ এ দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধ এ দু’টি  কাজ যুগপৎভাবে পরিচালনার বিধান রাখা হয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে।

অনুষ্ঠানে লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের মহাপরিচালক মীর রুহুল আমীন বলেন, কোনো অভিযোগের অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কোনো নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন। যা দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। 

আলোচনা সভায় সব বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় জুম লিংকে সংযুক্ত থেকে অংশ গ্রহণ করেন।

দিবসটি উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয়ে ড্রপ-ডাউন ব্যানার স্থাপন করা করা হয়। এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরএম/এমএ