চট্টগ্রাম নগরীতে বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৪২) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

কাঠের বাটামের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ের শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ইসমাইলের ১১ বছর ও ৮ বছরের দুই সন্তান রয়েছে।

নিহতের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী জালাল বলেন, আমাদের পারিবারিক জায়গায় বাঁশ কাটতে আসে তারা। সেখানে অনুমতি ছাড়া বাঁশ কেন কাটছে জানতে চাইলে হাতাহাতি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে এসে পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান আহসান জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। কাঠের আঘাতে মাথার গুরুতর জখম হয়। এরপর তার মৃত্যু হয়। পোস্ট মর্টেম ও সুরতহাল প্রতিবেদনের কাজ শেষ হয়েছে। 
 
তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) দাফন কাজ শেষ করে পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএমএন/এমএ