ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’–এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার

আজ বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। আজই প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কালবেলা

বহুমুখী তদবিরে চাপে প্রশাসন

সম্প্রতি একজন দুর্নীতিগ্রস্ত তহশিলদারকে পৌর ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিসে বদলি করে জেলা প্রশাসন। তার বদলি ঠেকাতে সাবেক একজন মন্ত্রী ও একটি রাজনৈতিক দলের প্রথম সারির নেতা মরিয়া হয়ে তদবির করতে থাকেন। বদলি ঠেকাতে স্থানীয় একাধিক সাংবাদিকও জেলা প্রশাসককে (ডিসি) নানা চাপ ও হুমকি দেন। এর পরও বদলি ঠেকানো যায়নি। তবে ডিসিকে নানা ঝামেলা পোহাতে হয়েছে। এভাবে সরকারের মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত বদলি-পদায়ন কিংবা ঠিকাদারির তদবির চলছে। কর্মকর্তাদের ভাষ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে তদবির হতো একমুখী। এখন সরকার সমর্থক নানা গোষ্ঠী ও দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতার কাছ থেকে বহুমুখী তদবির হচ্ছে। তদবিরের চাপে হাঁপিয়ে উঠেছেন প্রশাসনের কর্মকর্তারা।

দেশ রূপান্তর

যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি

অন্তর্বর্তী সরকার কত দিন থাকবে, কবে নির্বাচন দেবে এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে। আর অন্য কারণ হলো দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ।

কালবেলা

সাড়ে ১৪ হাজার কোটি আটকা ৩৪৩ প্রভাবশালীর হিসাবে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আর্থিক খাতে লুটপাট হওয়া ১১০ বিশেষ ইস্যু নিয়ে তদন্ত করছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ ব্যাংক। এসব ইস্যুর সঙ্গে জড়িত অন্তত ৩৪৩ জন্য প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী। ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তাদের ব্যাংক হিসাব জব্দ করে সার্বিক বিষয় নজরদারির আওতায় আনা হয়েছে। তাদের এসব ব্যাংক হিসাবে ১৪ হাজার ৫০০ কোটি টাকা আটকাতে পেরেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তবে আরও দ্রুত এসব ব্যাংক হিসাব জব্দ করা গেলে আরও বেশি অর্থ আটকানো যেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিএফআইইউ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

যুগান্তর

সীমাহীন কষ্ট নগরবাসীর

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে রাজধানীতে বিক্ষোভ ও আন্দোলন করেছেন শ্রমিকরা। এতে মিরপুর, যাত্রাবাড়ী, ডেমরা, আগারগাঁওয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আবার দুপুরে বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিউমার্কেট, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল, শাহবাগ, পল্টন, প্রেস ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দুই ঘটনায় কোথাও কোথাও যান চলাচল কিছু সময়ের জন্য একেবারেই বন্ধ হয়ে যায়। এতে রোগী, অ্যাম্বুলেন্স, স্কুলশিক্ষার্থী, ব্যবসায়ী, শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী নারীরা আটকা পড়েন।

বাংলাদেশ প্রতিদিন

মাঠে ছুটছেন নেতারা

আগামী জাতীয় নির্বাচন মাথায় রেখে মাঠে ছুটছেন নেতারা। নিজেদের নির্বাচনি এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। নিচ্ছেন নির্বাচনি প্রস্তুতি। প্রায় প্রতিটি এলাকায় প্রত্যেক দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী দলীয় কর্মসূচি, গণসংযোগ, নানান আচার-অনুষ্ঠান কিংবা জনকল্যাণের নামে চষে বেড়াচ্ছেন নিজ এলাকা। ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। উঠান বৈঠক করছেন। দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণমান্য ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছেন। এমনকি গত ১৫ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কখনোই মাঠে ছিলেন না- তাঁরাও এখন ঘন ঘন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন। এরই মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই দল গোছাতে চায় বিএনপি। জেলা-উপজেলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। দেশের বেশির ভাগ নির্বাচনি এলাকা থেকেই এসব তথ্য পাওয়া গেছে। 

বণিক বার্তা

ছোট প্রতিষ্ঠান বড় দায়িত্বে টিসিবি

সারা দেশে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্য থেকে স্বাধীনতার পর গড়ে তোলা হয়েছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সময়ের পরিক্রমায় সংস্থাটির বিপণন কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সরাসরি উপকারভোগী হিসেবে সংস্থাটির তালিকাভুক্ত রয়েছে এক কোটি পরিবার। তবে মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় বর্তমানে কার্ডধারীদের বাইরেও পণ্য বিক্রি করছে টিসিবি। বিপণন কেন্দ্রগুলোর সামনে এখন লাইনে দাঁড়াচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। কার্যক্রমের পরিধি ক্রমেই বাড়লেও সংস্থাটির সক্ষমতা সেভাবে বাড়েনি। গুদাম ও লোকবলের অভাবে ব্যাপক বিঘ্নিত হচ্ছে টিসিবির সেবা কার্যক্রম।

আজকের পত্রিকা

বাজার ছেড়েছে ১ লাখ বিদেশি বিও

দেশের পুঁজিবাজারে গত পাঁচ বছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। এই সময়ে তাঁরা পুঁজিবাজার থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা মুনাফা তুলে নিয়েছেন। পাশাপাশি আস্থার সংকটে শেয়ারবাজার ছেড়েছেন ১ লাখ ১ হাজার বিদেশি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী।

এদিকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে আতঙ্কিত হয়ে দেশি বিনিয়োগকারীদের একাংশও শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে ২০২৩ ও ২০২৪ সালের বেশির ভাগ সময় পুঁজিবাজারে দরপতন ঘটেছে। ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ১ লাখ কোটি টাকার বেশি।

বণিক বার্তা

রোল মডেল হয়ে উঠছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা

বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেন ২০১৭ সালের ডিসেম্বরে। বাংলাদেশ থেকে জাতিসংঘ মিশনে যাওয়া প্রথম দুই নারী কমব্যাট পাইলট তারা। মিশনে তাদের অবদান বেশ প্রশংসিত হয়। সে সময় তাদের অবদান স্বীকার করে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ‘কঙ্গোর নারীদের কাছে রোল মডেলে পরিণত হয়েছেন এ দুই নারী পাইলট। প্রতিদিন তাদের অনেক বিপজ্জনক বাধা ডিঙোতে হয়। তবে তারা সব কাজই সফলভাবে শেষ করেন।’

প্রথম আলো

‘রুটিন কাজেই’ সীমাবদ্ধ শিক্ষার কাজ, দাবি সামলাতে হিমশিম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মাঠে নেমেছিলেন। আন্দোলনের প্রতি সমর্থন জানান শিক্ষকদের একটি অংশও। একপর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। অভ্যুত্থানের আগে-পরে কমবেশি প্রায় তিন মাস অচলাবস্থায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সচল করা ছিল অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ।

যদিও অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে শিক্ষার কাজ নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটির প্রতিফলন শিক্ষা খাতে এখনো সেভাবে দৃশ্যমান হয়ে ওঠেনি। মূলত রুটিন কাজের মধ্যেই শিক্ষার কাজ-কর্ম চলছে। অনেক ক্ষেত্রে দাবির মুখে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা বাতিলের মতো তাৎক্ষণিক কিছু সিদ্ধান্তেরও সমালোচনা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন হলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কমিশন হয়নি।

বণিক বার্তা

মোকামে উঠতে শুরু করেছে নতুন ধান, প্রভাব নেই চালের বাজারে

দেশের বিভিন্ন জেলায় মোকামে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। এর প্রভাবে কৃষক পর্যায়ে ধানের দাম কমতেও শুরু করেছে। কিন্তু ধানের দাম কমার প্রভাব পড়েনি চালের বাজারে। কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আমন ধান চাল হয়ে বাজারে আসতে সপ্তাহ দুয়েকের মতো সময় লাগবে। এরপর চালের দাম কমতে পারে।

দেশ রূপান্তর

১১ সিন্ডিকেটে চালে অস্থিরতা

প্রশাসনের সতর্ক নজরদারির পরও দেশের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমছে না চালের দাম। যার প্রভাব পড়েছে কুষ্টিয়াসহ দেশের বড় একটি অংশের খুচরা বাজারে। নতুন ধান ওঠার পর চালের দাম যেখানে কমার কথা, সেখানে উল্টো কুষ্টিয়ার বাজারে মোটা-চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত ৪ টাকা করে। এতে ভোক্তাপর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ ব্যবসায়ী ও ভোক্তারা বলছেন, একটি চক্র কারসাজি করে দাম বাড়াচ্ছে। আর এই চক্র গড়ে উঠেছে ১১টি স্বয়ংক্রিয় বা অটো রাইস মিল মালিকের সমন্বয়ে। যাদের মধ্যে আবার আটজনই ছাত্র-জনতার আন্দোলনে রাষ্ট্রক্ষমতা থেকে অপসারিত দল আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত।

সমকাল

শতকোটির সম্পদ টানা ৩২ বছর ভোগদখল বাহারের

অবৈধভাবে পছন্দের লোকজনকে কমিটিতে বসিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের প্রায় শতকোটি টাকার জমিতে বহুতল মার্কেট তৈরি করেছিলেন সদর আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। এর পর প্রায় ৩২ বছর ধরে তিনি মার্কেটটি থেকে আয় করেন বিপুল অর্থ।

নির্মাণ ও পরবর্তী সময়ে দোকানের পজেশন বিক্রি করে হাতিয়ে নেন প্রায় ৬ কোটি টাকা। শুধু দোকান ও আবাসিক হোটেলের ভাড়া বাবদ প্রতি মাসে ১৭ লাখের বেশি টাকা পেয়েছেন বিতর্কিত এই এমপি। 

এছাড়া ভারপ্রাপ্ত মেয়র হয়েই বহু কীর্তি কিরণের; রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক বিধান নেই; এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া; নতুন আইজিপি বাহারুল ডিএমপিপ্রধান সাজ্জাত; ২০২২ সালের মুক্তিযোদ্ধা তালিকা কেন অবৈধ নয়; কাঠগড়ায় কাঁদলেন মাজহার, জিয়া বললেন কিছু করিনি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।