কৃষি মার্কেট সমিতির নবগঠিত কার্যকরী কমিটির যাত্রা শুরু
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিয়ে ন্যায্যমূল্যে সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী কমিটি। একইসঙ্গে কৃষি মার্কেটে নির্মাণাধীন মার্কেটটি আগামী ১ জানুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের দোকান হস্তান্তরের আশাবাদ পুনর্ব্যক্ত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ‘মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি’র নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তলবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ী মো. আব্দুল লতিফ।
বিজ্ঞাপন
সভায় নবগঠিত ১৩ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মামুন হোসেন এবং মাওলানা আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
মো. আব্দুল লতিফ বলেন, দিনদিন চাঁদাবাজি বাড়ছে। যার ফলে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের ব্যবসায়ীদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে এই চাঁদাবাজদের রুখে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না। আপনাদের কাছে আমাদের একটায় অনুরোধ আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। কঠোর হাতে দমন করবেন তাদের। সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন।
তিনি বলেন, আজকের সভায় নবগঠিত কমিটির প্রতিটা সদস্যের কাছে আমার একটা অনুরোধ আপনারা নিয়মিত মনিটরিং করবেন সবকিছু। কোনো চাঁদাবাজ ও অসাধু ব্যবসায়ীর স্থান এই কৃষি মার্কেটে হতে দেবেন না।
নির্মাণাধীন মার্কেটের কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে ব্যবসা পরিচালনার জন্য আপনাদের জন্য একটি আধুনিক মার্কেট তৈরি হচ্ছে। আমরা আশা করছি নির্মাণাধীন মার্কেটটি আগামী ১ জানুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের কাছে দোকান হস্তান্তর করতে পারব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন মো. মামুন হোসেন ও সঞ্চালনা করেন মাওলানা আব্দুল হান্নান। এছাড়াও প্রায় সভায় প্রায় ৪০০ দোকান মালিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
জেডএস