সব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তবে কি প্রস্তাব দেবেন সে বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমন্ত্রণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন সাবেক সিইসি আব্দুর রউফ। তার সঙ্গে কমিশনের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, তার (আব্দুর রউফ) অনেক অভিজ্ঞা, অনেক প্রজ্ঞা, তিনি অনেক এক্সপেরিমেন্ট করেছেন। তিনি আমাদের উৎসাহিত করেছেন। আমরা সবার মতামত নিচ্ছি। আমরা আরেকজন সিইসির মতামত নিয়েছি। তিনি আবার বলেছেন আনুপাতিক নির্বাচনের দরকার নেই।

সরকারের কাছে সুপারিশ কী হবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো বলতে পারছি না। এখনো আমরা শুনছি। অনেক রকম গুরুত্বপূর্ণ, অভিনব, সৃজনশীল প্রস্তাব রয়েছে। সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করব। আমরা আমাদের সুপারিশ দেব। কিছু সুপারিশ নতুন কমিশন বাস্তবায়ন করবে। আর কিছু সুপারিশ রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে।

এসআর/এসএসএইচ