সংবাদপত্রের আলোচিত খবর
ব্যবসায়ীরা ‘অস্বস্তিতে’, বিনিয়োগে অনিশ্চয়তা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়েনি। নতুন কর্মসংস্থান তৈরির হারও ছিল প্রয়োজনের চেয়ে কম। এখন শুরু হয়েছে নতুন সংকট। সেটি হলো ব্যবসায়ীদের অস্বস্তি, বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
বিজ্ঞাপন
প্রথম আলো
ব্যবসায়ীরা ‘অস্বস্তিতে’, বিনিয়োগে অনিশ্চয়তা
সাধারণত রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগ কম হয়। জাতীয় সংসদ নির্বাচনের বছরে এই প্রবণতা দেখা যায়। এ বছরের ৭ জানুয়ারি একতরফা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে দেশ আরও অস্থিরতার মধ্য দিয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার এসেছে মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় হলো। সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিক আন্দোলনে কারখানায় উৎপাদনে বিঘ্নিত হয়েছে। নিয়মিত বিভিন্ন পক্ষ ঢাকায় নানা দাবিতে আন্দোলন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। ব্যবসায়ীরা বলছেন, এমন অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ কম হয়।
কালবেলা
৪৬৭ কোটির প্রকল্প নেমে এলো ৫০ কোটিতে
মাছের উৎপাদন বাড়াতে এবং গ্রামীণ অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এর আগেও একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। তবে সেই প্রকল্প দুটি মৎস্যচাষিদের কাছে তেমন জনপ্রিয় হয়নি। ফলে প্রকল্পের সুফল মেলেনি। এ ছাড়া দেশের অনেক এলাকায় একই ধরনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর পরও সারা দেশে বাস্তবায়নের জন্য একই ধরনের আরও একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। জনপ্রিয় না হলেও বারবার একই ধরনের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে; আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের আপত্তিতে সংশোধিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পের খরচ ৪৬৭ কোটি টাকা থেকে নেমে আসে ৭৫ কোটিতে। সেখানে আরও কাটছাঁট করে ৫০ কোটিতে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।
মানবজমিন
বাদী বললেন ক্ষোভ থেকে মামলা করেছি
সাবেক ৫৩ সচিবের বিরুদ্ধে মামলা করে আলোচনায় জামাল হোসেন খান রিপন (৫১)। এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের জিএসও ছিলেন। ’৯০-এর আন্দোলনে ছাত্র ঐক্যের নেতা ছিলেন। বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। জিয়া ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক ফার্নিচার ব্যবসার ও ঠিকাদারি করেন। এ ছাড়াও তিনি সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলেও দাবি করেছেন। তার তিন মেয়েও আন্দোলনে অংশ নিয়েছেন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামল নিয়ে তার অনেক ক্ষোভ রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাবেক সচিবদের প্রতি তিনি বেশি ক্ষিপ্ত। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা মেয়াদ বাড়িয়ে চাকরিতে অবস্থান, দুর্নীতি, বিভিন্ন দেশের এজেন্ট হিসাবে কাজ করাসহ নানা কারণেই এই ক্ষোভ। ক্ষোভ থেকেই মেয়েকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করেছেন। বলেছেন, কে শাস্তি পাবে জানি না, ক্ষোভ থেকেই মামলা করেছি।
দেশ রূপান্তর
ছাত্র-জনতার আন্দোলনের সময় দুর্বৃত্তরা থানা, পুলিশ ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। গত তিন মাসেও তা পুরোপুরি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি গণভবন ও সংসদ ভবন থেকে লুট হওয়া বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) অস্ত্রও উদ্ধার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চিহ্নিত অপরাধীরা কিনছে। তাদের হাতে আসা অস্ত্র দিয়ে নানা অপকর্ম হচ্ছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন শঙ্কা থেকে পুলিশে উদ্বেগ আছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
মা-ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা ছিল ১৩ অক্টোবর রাত ১২টা থেকে ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোট ২২ দিন। এই সময়ে কী চলে উপকূলের নদীগুলোতে? নিজের চোখে দেখার জন্য গত ৩০ অক্টোবর বুধবার রাতের ভাত খেয়ে ঠিক ১০টায় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। সঙ্গে নিলাম ছেলের একটা স্কুলব্যাগ, একটা তোয়ালে, লুঙ্গি ও এক জোড়া শার্ট-প্যান্ট। মোবাইল ফোনের চার্জারটাও নিতে ভুললাম না।
প্রথম আলো
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগের সুরক্ষা চাইলেন এস আলম
নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম। বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ নিচ্ছে, এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তাঁর সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন সাইফুল আলম।
এ বিষয়ে সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের পক্ষে আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
কালের কণ্ঠ
প্রতিমন্ত্রীর স্ত্রীর এত সম্পদ!
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান মহিব। তার কলেজশিক্ষক স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে রয়েছে শতকোটি টাকা মূল্যের প্রায় ৩০ একর জমি। এই জমির তথ্য মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় এড়িয়ে গেছেন।
হলফনামা অনুযায়ী ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় তার দেওয়া সম্পদ বিবরণীতে স্ত্রীর সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন প্রায় ৩৩ লাখ টাকা।
আজকের পত্রিকা
সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। জনমনে এ ঘটনার ধাক্কার রেশ না কাটতেই ১৬ নভেম্বর রাজধানীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুই ভাই শিশু রোহান (৭) ও মুসা (৩)। হত্যাকারী তাদেরই বাবা।
সমকাল
আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা
আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে চায় বিএনপি– প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে তোলপাড় চলছে। এ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভক্তি।
যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ঠিক নয়। বিএনপি কখনোই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সুপারিশ কিংবা প্রস্তাব দেয়নি।
যুগান্তর
পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
গুম এবং বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে হাসিনা সরকারের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও র্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে। যাদের বেশির ভাগ আলোচিত ‘আয়নাঘর’-এর রূপকার হিসাবে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনেও জরুরি বার্তা পাঠাতে বলা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পদত্যাগ করেছেন হাইকোর্টের সেই তিন বিচারপতি; আ.লীগের সমাবেশে বাধা প্রসঙ্গে মিলার / কোনো বিক্ষোভই সহিংস পথে দমন করা উচিত নয়; ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ; শাস্তির আওতায় ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটির ৪৫৬ কর্মকর্তা; ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক; তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ কি তৈরি হয়ে গেল; বেক্সিমকোয় শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।