শিশু আয়নী হত্যা মামলায় সবজি বিক্রেতা রুবেলের বিচার শুরু
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় খুন হওয়া ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে (১০) হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) মামলাটির একমাত্র আসামি মো. রুবেলের (৩৫) উপস্থিতিতে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতে আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ। তিনি বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যা মামলাটির একমাত্র আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, গত বছরের ২৯ মার্চ ভোর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুর কাজীর দিঘীরপাড়া এলাকার ডোবা থেকে শিশু আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২১ মার্চ থেকে আয়নী নিখোঁজ ছিল। বিড়াল ছানার প্রতি ছিল শিশু আয়নীর প্রচণ্ড লোভ। কেউ বিড়াল ছানা দেবে বলে ডাকলেই ছুটে যেত চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি। আর এ সুযোগই কাজে লাগান সবজি বিক্রেতা মো. রুবেল (৩৫)। ২১ মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে কৌশলে আয়নীকে ডেকে এক আত্মীয়ের বাসায় নিয়ে ধর্ষণ করে রুবেল। তারপর ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে গলা টিপে আয়নীকে হত্যার করেন তিনি। তারপর আয়নীর মরদেহ একটি ডোবায় ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন
আয়নী নিখোঁজ হওয়ার পর তার মা বিবি ফাতেমা একাধিকবার পাহাড়তলী থানা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন। রুবেল তার মেয়েকে নিয়ে গেছেন বলে পুলিশকে জানিয়েছিলেও। কিন্তু মামলা নেয়নি পাহাড়তলী থানা পুলিশ। নিরুপায় হয়ে ফাতেমা শেষ পর্যন্ত মামলা দায়ের করেন আদালতে। আদালত অভিযোগ শুনে নিয়মিত মামলা দায়েরের জন্য পাহাড়তলী থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের আদেশ পৌঁছানোর আগে পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআই শিশু আয়নীর মরদেহ উদ্ধার করে। পরে পাহাড়তলী থানায় দায়ের হওয়া মামলাটি গ্রহণ করে অভিযোগপত্র দেয় পিবিআই।
এমআর/এমএ