প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার নির্বাচন কমিশনারের জন্য প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। বিশেষ করে সিইসিসহ কমিশনারদের জন্য বরাদ্দকৃত রুমগুলো নতুনভাবে সাজানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। সিইসি ও নির্বাচন কমিশনারদের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে রং করা হচ্ছে। সিইসি ও নির্বাচন কমিশনারদের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়ি।

জানা যায়, আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই সার্চ কমিটি সিইসিসহ নির্বাচন কমিশনারদের সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারেন। এরপর সেই তালিকা থেকে রাষ্ট্রপতি নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। আইন অনুযায়ী সার্চ কমিটি দায়িত্ব পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আগামী ২১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে হবে সার্চ কমিটিকে। আইন অনুযায়ী আগামী ২১ নভেম্বরের মধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

ইসি গঠনের জন্য সার্চ কমিটির কাছে জমা হওয়া ৮শর বেশি নামের মধ্যে ২৭৫ জনের তালিকা তৈরি করা হয়েছে। একই ব্যক্তির নাম বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠনের পক্ষ থেকে একাধিকবার আসায় নামের তালিকা আট শতাধিক হয়েছিল। সেই তালিকা যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। সেই তালিকা সার্চ কমিটির কাছে জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই তালিকা আরও সংক্ষিপ্ত করতে দফায় দফায় বৈঠক করছে সার্চ কমিটি। দু-এক দিনের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের সংক্ষিপ্ত নামের তালিকা প্রস্তুত করবে সার্চ কমিটি। এরপরে সেই ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম স্থান পাচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয়ের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে সুশীল সমাজ, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীর নাম এসেছে। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। 

এ আইনের অধীনে ২০২২ সালের নির্বাচন কমিশনই প্রথম নিয়োগ পেয়েছিল। সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম থেকে পাঁচজনকে বেছে নিয়ে নতুন কমিশন গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। বিচারপতি জুবায়ের ছাড়াও এই কমিটিতে প্রধান বিচারপতি মনোনীত সদস্য হিসেবে আছেন হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আইন অনুযায়ী, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম পদাধিকার বলে সার্চ কমিটির সদস্য হয়েছেন। আর রাষ্ট্রপতির মনোনয়নে সার্চ কমিটিতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

এসআর/এনএফ