রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল কোমর গলি এলাকায় পারিবারিক কলহের জেরে মো. রাকিব ব্যাপারী (৩৫) নামে এক বাসচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

রাকিব ব্যাপারীকে হাসপাতালে নিয়ে আসা আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার পোড়াকান্দি গ্রামে। তার বাবার নাম মো. নূর আলী ব্যাপারী। সে মতিঝিলের ফকিরাপুলে কোমর গলি এলাকার ৪৮ নং বাসায় থাকত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস