বাংলাদেশ পুলিশের প্রাক্তন দুই পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুর্নবহাল করা হয়েছে।

গতকাল রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের(পুলিশ-১ শাখা) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরিতে পুর্নবহাল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক(চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুর্নবহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক আদেশে একইভাবে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ১০৬/২০২২(নতুন) ২৪৭/২০২১(পুরাতন) এর ২২ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলমকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুর্নবহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার যে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে, তার অন্যতম সদস্য সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাত আলী।

জেইউ/এমজে