ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও (রূপরেখা) পাওয়া যাবে। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কারকাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪।

কালবেলা

কপাল খুলছে বঞ্চিত ১৬৪৫ কর্মকর্তার

বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পদবঞ্চিত হওয়া, দীর্ঘদিন ওএসডি থাকা, বাধ্যতামূলক অবসরে পাঠানো ও নানাভাবে বঞ্চিত ১ হাজার ৬৪৫ সরকারি কর্মকর্তার কপাল খুলতে চলেছে। এসব কর্মকর্তার পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা ভাবছে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা এ সুযোগ পাবেন না। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাই করতে সরকারি গুরুত্বপূর্ণ ৯টি মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে ৯৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে ছাড়পত্র চাওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে আরও ১ হাজার ৫৪৬ জন কর্মকর্তার দুর্নীতি-সংক্রান্ত তথ্য। এরপর দুদক থেকে সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ে উপপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। একাধিক মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব চিঠির কপি এসেছে কালবেলার হাতে। সবকিছু ঠিকঠাক থাকলে এসব কর্মকর্তার ভাগ্যের শিকে খুলতে পারে দ্রুতই। ফিরতে পারেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা দায়িত্বে। পাশাপাশি মিলবে এ সময়ের আটকে থাকা পদোন্নতিও।

বণিক বার্তা

পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রোবাংলা

পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। তাই স্থলভ‌াগের জন্য প্রায় তিন দশক আগে করা উৎপাদন বণ্টন চুক্তি বা প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সংশোধনের মাধ্যমে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটি চূড়ান্ত করতে ডিসেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ শেষ করতে চায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। আগামী মার্চের মধ্যে পিএসসি চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মধ্য দিয়ে পেট্রোবাংলা বড় আকারে গ্যাসের অনুসন্ধান চালাতে চায়। পার্বত্যাঞ্চলে গ্যাস ব্লক ২২বি-তে প্রথম অনুসন্ধান কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

কালের কণ্ঠ

রিসিভার নিয়োগে শিল্প আরো রুগ্‌ণ

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে শিল্পপ্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের অসংখ্য নজির রয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই পরিণতি ভালো হয়নি। রিসিভার নিয়োগের পর রুগ্‌ণ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে অনেক প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ।

এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কষ্ট করে দাঁড় করানো ব্যবসায় রিসিভার/প্রশাসক নিয়োগের পর উদ্ভাবন ও বিপণনের ধারাবাহিতা না থাকায় দেখা গেছে, উদ্যোগগুলো ধ্বংসের মুখে পড়েছে।

যুগান্তর

খেলাপি ঋণ পৌনে ৩ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকগুলোতে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। ৩ মাসেই ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, তা এখন খেলাপি হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

কালবেলা

নতুন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর, নির্যাতন, অগ্নিসংযোগের প্রতিবাদে আত্মপ্রকাশ ঘটে সনাতন জাগরণ মঞ্চ এবং সম্মিলিত সংখ্যালঘু জোটের। আট দফা দাবিতে আন্দোলন করে আসছিল এ দুটি প্ল্যাটফর্ম। তবে এবার তারা ঐক্যবদ্ধ হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম গড়েছেন। আট দফার সঙ্গে আরও পাঁচ দাবি নিয়ে আত্মপ্রকাশ করা নতুন এ জোটের নাম ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’।

গতকাল রোববার চট্টগ্রাম নগরের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী জানান, সনাতনীদের নিয়ে যেন আর কোনো রাজনৈতিক দল খেলা খেলতে না পারে; তাই সব সনাতনী সংগঠন, বিভিন্ন মতাদর্শের সাধু-সন্তরা ঐক্যবদ্ধ হয়ে এই নতুন প্ল্যাটফর্ম গঠন করেছেন।

আজকের পত্রিকা

গ্রামেও শিশুরা আসক্ত অনলাইন গেমসে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রাম। উপজেলা শহর থেকে এ গ্রামের দূরত্ব অন্তত ১০ কিলোমিটার। কয়েক বছর আগেও পড়ন্ত বেলায় গ্রামটিতে শোনা যেতে শিশু-কিশোরদের হইহুল্লোড়—ওপেন টি বায়োস্কোপ, ইচিং বিচিং চিচিং চা, প্রজাপ্রতি উড়ে যা, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। আবার কেউ কেউ ব্যস্ত থাকত কাবাডি, গোল্লাছুট, লুকোচুরি নিয়ে।

কিন্তু সম্প্রতি ওই গ্রামে গিয়ে শোনা যায়—‘এই তুই বোমা মার’, ‘গুল্লি মার’, ‘সাইডে যা’, ‘রিজার্ভ দে’, ‘হিল কর’, ‘স্মোক মার’ প্রভৃতি শব্দ। জটলা বেঁধে বসে থাকা ওই শিশু-কিশোরদের প্রত্যেকের হাতেই ছিল স্মার্টফোন। তারা এখন মাঠ ছেড়ে অনলাইন গেমসে সময় কাটাচ্ছে।

প্রথম আলো

পুলিশের ওপর আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। একেবারে বিপর্যস্ত অবস্থা থেকে তিন মাসের মাথায় দৃশ্যমান উন্নতি হলেও পুলিশের ওপর মানুষের আস্থা এখনো ফেরেনি। উপরন্তু মানুষের প্রত্যাশ্য বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের একটা অংশ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে পুলিশি কার্যক্রমে গতি কিছুটা বাড়লেও বাহিনীর সদস্যদের মনোবল ফেরানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

কালের কণ্ঠ

কৃষিতে ভর্তুকির নামে লুটপাট

দুই দশক আগেও কৃষিতে ভর্তুকি ছিল দেড় থেকে দুই হাজার কোটি টাকা। সেই ভর্তুকির অর্থ গত অর্থবছরে ২৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়। এমনকি গত ১৬ অর্থবছরে প্রায় দেড় লাখ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে, যার বেশির ভাগই মেরে দেওয়া হয়েছে। ফলে সাধারণ কৃষক সরকারের এই ভর্তুকি সুবিধা পাননি।

বণিক বার্তা

পুরনো ইঞ্জিন-কোচে বাড়ছে দুর্ঘটনা, আয়ুষ্কাল পেরিয়েছে উদ্ধারকারী ট্রেনগুলোও

ঢাকায় আসার পথে জয়পুরহাটে গত ৩১ অক্টোবর বিকল হয়ে পড়ে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেলপথটি প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। এর আগে ১৮ অক্টোবর গফরগাঁও স্টেশনে হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ। চলতি বছর দেশের বিভিন্ন স্থানে এমন একাধিক ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক আয়ু ফুরিয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনগুলোয় যান্ত্রিক ত্রুটি বেশি হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে রেলওয়েতে পরিচালন জটিলতা বাড়িয়েছে একের পর এক ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা।

দেশ রূপান্তর

কেডিএতে মিলেমিশে লুটপাট!

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শোনা যায় অহরহ। তবে সবকিছু ছাপিয়ে রেকর্ড গড়েছে ময়ূরী প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়ম-দুর্নীতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মনীতি লঙ্ঘন করে ইচ্ছেমতো দুই দফায় ৪৭টি প্লট ভাগবাটোয়ারা করে নেওয়া হয়। প্লট পাওয়ার তালিকায় নাম লেখিয়েছেন সাবেক স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কেডিএর চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীরা। সবাই মিলেমিশে সস্তায় প্লটগুলো বাগিয়ে নেওয়ায় সংস্থাটির ক্ষতি হয়েছে কমপক্ষে ২০ কোটি টাকা, যা নিয়ে ভেতর-বাইরে রয়েছে চাপা ক্ষোভ।

এছাড়া সংস্কারের সিদ্ধান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ; বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত; মৃত হারিছকে ধরতে রেড নোটিশ ঝুলছে ইন্টারপোলে; মূল্যস্ফীতিসহ তিন ধরনের ঝুঁকিতে থাকবে দেশের অর্থনীতি; বাইডেনের শেষ মুহূর্তে ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি; রাষ্ট্রীয় খরচে কূটনীতিকের জেন্ডার পরিবর্তন!; তাবলিগের দুই পক্ষকে এক করার উদ্যোগ; ওএসডি ৮০ চুক্তি বাতিল ১০১ কর্মকর্তার; ড. ইউনূসের উচিত ভোটের সময় নির্ধারণ; ১৪ হেভিওয়েটকে আজ তোলা হচ্ছে ট্রাইব্যুনালে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।