হাজারীবাগে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫
রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
এসময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারী কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেপ্তারদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
এমএসি/এসএসএইচ