১৬ নভেম্বর ২০২৪ : দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো
তিন বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল, ২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ, দুই ছেলেকে গলা কেটে হত্যা, বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা-সহ আরো বেশ কয়েকটি সংবাদ শনিবার দিনভর পাঠকদের কাছে গুরুত্ব পেয়েছে।
দিনশেষে একনজরে সংবাদগুলো দেখে নেওয়া যাক।
বিজ্ঞাপন
তিন বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল
সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
২০২৪ সালে ফিফা উইন্ডোর শেষ ম্যাচ ছিল আজ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ২-১ গোলে সফরকারী মালদ্বীপকে হারায়। এতে দুই ম্যাচের সিরিজে মালদ্বীপ একটি ও বাংলাদেশ একটি জেতায় সমতা থাকল। ৯০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতা ছিল। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোল করেন।
ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, সাতজনই ঢাকার
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৭ জন। একইসঙ্গে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৪ জন। শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়
দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা প্রায় সময়ই শুনি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মীসহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। অতীতে এ ধরনের যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার হওয়া উচিত। এ ধরনের কর্মকাণ্ড যেন আগামীতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।
দেশের দুটি কিডনিই খেয়ে ফেলেছে বিগত সরকার : ড. দেবপ্রিয়
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের দুটো কিডনি- একটি ফিন্যান্সিয়াল সেক্টর, আরেকটি এনার্জি সেক্টর; দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার।’ দুপুরে রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
দুই ছেলেকে গলা কেটে হত্যা, বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা
রাজধানীর পল্লবীতে দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বাবাকেও গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আহত ব্যক্তি নিজে বাচ্চাদের হত্যা করেছেন এবং পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওইদিন ঢাকা সেনানিবাসের কিছু সড়ক যানজটমুক্ত রাখতে সেনানিবাস এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। শনিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বিএনপির পুলিশ সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে
পুলিশ বাহিনীর সংস্কারে প্রস্তাবনা দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত বিএনপির কমিটি। নির্ধারিত সময়ের ২ দিন আগেই অর্থাৎ ১৪ নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (১৬ নভেম্বর) প্রস্তাবনাটি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি ১৪ নভেম্বর প্রস্তাবনা জমা দিয়েছে।
বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা স্বার্থ রয়েছে
বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ সম্মেলনের আয়োজন করেছে।
জেডএস