জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। বিশেষ করে ব্যাগ নিয়ে যারা মসজিদের ভেতরে প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরেও দাঁড়িয়ে আছেন প্রায় ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য। অবস্থান করতে দেখা গেছে বেশ কয়েকজন সাদা পোশাকধারী (ডিবি) পুলিশকেও। ভেতরে যারা কাঁধ ব্যাগ বা হাত ব্যাগ নিয়ে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, তাবলিগ জামাতের দুই গ্রুপের সদস্যরা কাকরাইল এলাকায় অবস্থান নিয়েছেন। তবে এখানে এ ধরনের জমায়েত হওয়ার কোনো সম্ভাবনা কিংবা খবর নেই। তারপরও জাতীয় মসজিদ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তা ছাড়া, এটি বিশেষ কোনো ব্যাপারকে সামনে রেখে নয়। মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিত করতেই প্রতি শুক্রবারই স্বাভাবিকভাবে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা একটু কড়াকড়ি আরোপ করা হয়।

অপরদিকে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে জুলাই বিপ্লবের ছাত্র যোদ্ধারা। তারা জানিয়েছেন, জুলাই বিপ্লবের ছাত্র যোদ্ধাদের সমন্বয়কদের পাশে থাকার সংহতি জানিয়ে ও আওয়ামী লীগের দোসরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরএইচটি/এমজে