বিপ্লবের ১০০ দিন
আহত-শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে ঢাকা ও জেলা শহরগুলোতে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সমন্বয়কদের এক অভ্যন্তরীণ আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা যায়, সাম্প্রতিক সময়ের বিতর্কিত বিষয়, কমিটি সামনে কীভাবে চলবে এসব বিষয় ছিল আলোচনা সভার মূল বিষয়বস্তু। সেখানে একটি নির্বাহী কমিটি গঠন, আগের চার সদস্যের কমিটিকে বর্ধিত করা এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ের কথা আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন
আব্দুল কাদের বলেন, এটি একটি ইনফরমাল মিটিং ছিল যেখানে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, এক সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠিত হবে। যেখানে মূল অর্গানোগ্রামের বাইরে ২০-২২ জন সদস্যকে নিয়ে এ কমিটি গঠন করা হবে। নির্বাহী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য পাবলিক-প্রাইভেট-জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে। অর্গানাইজিং সেল ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে, যেখানে কে কোন সেক্টরে কাজ করবে তা নির্ধারণ করে দেওয়া হবে। সেলটি এ মাসের মধ্যে গঠিত হবে।
দ্বিতীয়ত, চার জনের যে অর্গানোগ্রাম কমিটি দেওয়া হয়েছিল সেটাকে বর্ধিত করা হবে। এই মাসের ভেতরে সেটা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
তৃতীয়ত, ১৫ নভেম্বর বিপ্লবের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী ঢাকায় যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন তাদের সঙ্গে এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কমিটির সেন্ট্রাল বডি সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। তাছাড়া জেলা পর্যায়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে জেলার প্রতিনিধিরা সাক্ষাৎ করবেন।
কেএইচ/এসএসএইচ