ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জলবায়ু ফান্ডে কোনো পরিবর্তন আসবে কি না, তা দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। তিনি কী চরিত্র নিয়ে আসেন, সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ এর আগে আমরা তাকে ‘ওয়ান পয়েন্ট জিরো’ চরিত্রে দেখেছি। কিন্তু তাকে ‘টু পয়েন্ট জিরোতে’ দেখিনি। আরও কয়েক মাস দেখতে হবে।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে স্থানীয় সময় বিকেলে জলবায়ু সম্মেলন কপ২৯-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনের ভাষণ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, জলবায়ু সমস্যা হচ্ছে একটি ঘরে আগুন দেওয়ার মতো অবস্থা। এখন সেই ঘর গরিবের নাকি ধনী লোকের সেটা বিবেচ্য নয়। কারণ ঘর তো একটাই পৃথিবী একটাই। মনে করার কোনো কারণ নেই তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবে, আর গরিবেরা মরে যাবে। এই আগুনে সবাইকে পুড়তে হবে।

জলবায়ু পরিবর্তন সচেতনতা বাড়াতে তরুণদের নিয়ে আরও কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু নিয়ে তরুণদের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। কারণ তারা সেইফ জীবন দেখতে চায়। আমাদের জীবন তো শেষ। আর কয়দিন বাচঁব। এই কয়দিন না হয় এমনিই চলে যাবে। কিন্তু তরুণদের পুরো জীবন পড়ে আছে। তারা নতুন করে স্বপ্ন দেখছে। তাদের ছেলে-মেয়েরা কী এই পরিবেশে বসবাস করতে পারবে? এমন চিন্তা তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরিবেশ রক্ষার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে যদি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তবে হয়ত পৃথিবী সেফ (রক্ষা) হবে।

ড. ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি উন্নত দেশগুলো এখন বুঝতে পারছে। একসময় এই নিয়ে যারা আন্দোলন করতো তাদের পাগল মনে করতো। তারা পাগলামি করতে করতে পলিটিক্যাল পার্টি হলো। তখন বললো পলিটিক্যাল পার্টি দিয়ে কিছু হবে না। এরপর তারা পার্লামেন্টে চলে আসল।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর জলবায়ু ফান্ড কোনো শঙ্কার মধ্যে পড়ছে কি না— এমন প্রশ্নে প্রফেসর ইউনূস বলেন, আমরা দ্রুত শঙ্কার মধ্যে যাচ্ছি না। আমরা আগে দেখি। কারণ, ডোনাল্ড ট্রাম্পের ওয়ান পয়েন্ট জিরো দেখেছি। কিন্তু তাকে তো ‘টু পয়েন্ট জিরো’ দেখিনি। আরও কয়েক মাস দেখি। ওনি কী চরিত্র নিয়ে আসে। অপেক্ষা করি।

এনএম/এমজে