কুমিল্লায় আদালতে ভুয়া খতিয়ান দিয়ে উল্টো ফেঁসে গেলেন ৫ নারী
কুমিল্লায় আদালতে ভুয়া খতিয়ান দাখিলের অভিযোগে মামলার বাদীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার কুমিল্লার চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শেখ সাদী রহমান এই আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, ফেরদৌসী বেগম, রহিমা বেগম, সেলিনা বেগম, আছিয়া খাতুন এবং আমেনা খাতুন নামে পাঁচজন নারী আদালতে বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন
মামলায় সাক্ষী দেওয়ার সময় একই খতিয়ান দুইবার দাখিল করেন। একই মৌজার একই নম্বরের দুই খতিয়ানের মধ্যে গরমিল দেখে আদালত কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদর্শনী দুটির সঠিকতা যাচাই করে প্রতিবেদন তলব করেন।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়, একটি খতিয়ান সঠিক নয় এবং এ খতিয়ানটি জেলা রেকর্ড রুম শাখা থেকে প্রদান করা হয়নি।
এরপর আদালত বিগত ১১ নভেম্বর মামলাটি খারিজ করেন এবং মামলার বাদীদের বিরুদ্ধে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়েরের আদেশ দেন।
এমএইচডি/এমজে