ডেঙ্গুতে নভেম্বরের ১২ দিনের ৭০ জনের মৃত্যু
ডেঙ্গুতে নভেম্বরে গত মাসগুলোর চেয়ে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। নভেম্বরের ১২ দিনে মারা গেছেন ৭০ জন। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সবশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৪ হাজার ৮০০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
বিজ্ঞাপন
এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৩৬৭ জনের মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৭ শতাংশ নারী।
এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।
জেডএস