রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫০০ গাড়ি জব্দ করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু অভিযানের খবর আগেভাগেই জেনে যায় হকাররা। পরে তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী পার্কে লুকিয়ে রাখে। পুলিশ বাইরে অভিযান না চালিয়ে পার্কে অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানিক দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

তিনি বলেন, আমরা যখন রাস্তায় অভিযান চালাই তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়। তখন আমরা তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে সে বিষয়ে আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের পক্ষে বলা সম্ভব না। তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন সেই টিকিট আমরা দেখেছি।

অভিযানে ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, রুট পার্মিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি। 

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচশত গাড়ি জব্দ করা হয়েছে।

আরএইচটি/এমজে