১১ নভেম্বর ২০২৪ : একনজরে আলোচিত সব খবর
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, বরগুনার সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ গ্রেপ্তার, লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু, রমজানে খেজুর-পেঁয়াজ-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা...
সোমবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…
বিজ্ঞাপন
৬০ ঘণ্টায় গড়াল অবরোধ, বেতন দিলেই প্রত্যাহার
বকেয়া বেতনের দাবিতে ৬০ ঘণ্টায় গড়িয়েছে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ। প্রশাসনের একাধিক উদ্যোগ, বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা তাদের সিদ্ধান্তেই অটল আছেন।
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি বাকু পৌঁছান।
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯৪ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬০ জন মারা গেছেন।
বরগুনার সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ গ্রেপ্তার
বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
রমজানে খেজুর-পেঁয়াজ-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো- চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মশলা এবং খেজুর। এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে।
ফের মহাসড়কে শ্রমিকরা, বেতন হাতে পাওয়ার আগ পর্যন্ত চলবে অবরোধ
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। প্রায় ৫৩ ঘণ্টা পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা। এখন তারা বলছেন বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর সড়ক ছাড়বেন।
‘আগামীকাল থেকেই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ শুরু হবে’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন বলেছেন, আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো যাতে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আগামীকাল থেকে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।
ঝাড়খণ্ডে ভোটার টানতে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুতে মেতেছে বিজেপি?
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা ৩৬ বছর বয়সী সরিনা হাঁসদা একজন সাঁওতাল আদিবাসী। তার স্বামীর নাম মুহাম্মদ এজাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বরহেত গ্রামে মুখোমুখি দুই বাড়িতে থাকতেন দু’জন। একে অন্যকে ভালোবেসে ১৪ বছর আগে বিয়ে করেছিলেন তারা। সরিনা হাঁসদা এখন সেখানকার পঞ্চায়েত প্রধান।
একদিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করছে কুয়েত
বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতা এবং জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জেরে ৯৩০ জন ব্যক্তির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। এই ব্যক্তিদের সবাই অভিবাসী হিসেবে দেশটিতে গিয়েছিলেন।
ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতারে আজ ছিল ১০টি ইভেন্ট। একমাত্র রেকর্ড হয়েছে ছেলেদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে। এতে অংশ নেন কাজল মিয়া, মাহমুদুন্নবী নাহিদ, সামিউল ইসলাম রাফি ও আসিফ রেজা। নৌ-বাহিনীর এই দল সময় নিয়েছে ৮ মিনিট ০০.৫১ সেকেন্ড। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশ নৌ-বাহিনীর। গত বছরই তাদের টাইমিং ছিল ৮ মিনিট ০৬.০১ সেকেন্ড।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের
গত দুই ম্যাচের মতো আজও বাংলাদেশকে দুর্দন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। তবে এই ওপেনার ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর পঞ্চম উইকেটে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। তবে তার ৯৮ রানের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।
এমজে