সৌদি আরবের রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) আরব-ইসলামিক বিশেষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১০ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এছাড়া, ওআইসির মহাসচিব, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন এবং লেবাননের উপর চলমান ইসরায়েলি আগ্রাসন, এই অঞ্চলের উপর এর প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া হিসেবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়। তার আলোকে সোমবার (১১ নভেম্বর) মূল সম্মেলনে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে।

এনআই/জেডএস