অন্তর্বর্তীকালীন সরকা‌রের সংস্কারে সিঙ্গাপুর থে‌কে প্রযুক্তিগত সহযোগিতা চায় বাংলা‌দেশ। সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র স‌চিব মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো উ-সে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ হাইকমিশনারকে ব্রিফ করেন। এ ক্ষেত্রে তি‌নি সিঙ্গাপু‌রের কাছ থে‌কে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা চান।

উভয়পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সূচনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা করেন যে এফটিএ দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সম্পৃক্ততাকে সহজ করবে।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সদস‌্য হিসেবে সিঙ্গাপু‌রের সহায়তা চান। পাশাপা‌শি তি‌নি রো‌হিঙ্গা‌দের দীর্ঘস্থায়ী অবস্থানে বিরূপ প্রভাব সম্পর্কে হাইক‌মিশনার‌কে অব‌হিত ক‌রেন।

পররাষ্ট্র সচিব আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হ‌তে সিঙ্গাপুরের সমর্থন চান।

এনআই/এমজে