বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
বান্দরবানের জেলার রোয়াংছড়ির তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ মে) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। এছাড়া বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং চাল, ডালসহ অন্যান্য খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৭ মে) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে পাড়ার ৭০টি বসতঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া পর তাৎক্ষণিকভাবে বান্দরবান সেনা জোন থেকে একটি টহল দল অগ্নি নির্বাপণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়।
এমএসি/এমএইচএস