নতুন শহরগুলোতে রাস্তা অনেক প্রশস্ত হবে : রাজউক চেয়ারম্যান
নতুন শহরগুলোতে রাস্তা অনেক প্রশস্ত হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বিআইপির সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর পরিকল্পনা দিবস ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রাজউক চেয়ারম্যান বলেন, নতুন শহরগুলোতে রাস্তা অনেক প্রশস্ত হবে, বহুতল ভবন করা হবে যেন মূল শহরে মানুষের চাপ কমানো যায় এবং জলাশয়গুলো সংরক্ষণ করা হবে যেন কেউ রাতের অন্ধকারে দখল করতে না পারে। নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিককে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, আমাদের দেশে কেউ আইন মানতে চায় না। আমি চ্যাম্পিয়ান এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য রাজউক উদ্যোগ নিয়েছে।
সেমিনারে অংশ নিয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী বলেন, পরিকল্পনাগুলো তথ্য নির্ভর হওয়ার কারণে বাস্তবায়নের সময় বিভিন্ন ধরনের অসম্পূর্ণতা পাওয়া যায়। ফলে প্ল্যানগুলো বাস্তবায়নের সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখাপেক্ষী হতে হয়। আগে সব পরিকল্পনা হতো গ্রামীণ অঞ্চলকে কেন্দ্র করে। যার ফলে ঢাকা শহরের মতো জায়গাগুলো অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠেছে। ফলে এখন শহরের সমস্যা দূরী করার উদ্দেশ্যে নতুন পরিকল্পনায় ড্রেন করার জায়গা নেই, ভবনে গাড়ি ঢোকার রাস্তা নেই। সুতরাং ধাপে ধাপে উন্নয়ন করতে হবে তবেই নগরের পরিকল্পনাগুলো যথার্থ অর্থে বাস্তবায়ন হবে।
বিআইপির প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, ৫০ বছর পার হলেও এখনও পর্যন্ত সেই অনুপাতে প্ল্যানিংকে দেশের সর্বস্তরে পৌঁছানো সম্ভব হয়নি। নিজের অভিজ্ঞতা থেকে পরিকল্পনাবিদদের প্রচেষ্টা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি ও সর্বোপরি দেশকে এগিয়ে নিতে হবে।
এএসএস/জেডএস