ফাইল ছবি

লেবাননের যুদ্ধ প‌রি‌স্থি‌তির কার‌ণে আগামী মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) নবম দফায় দে‌শে ফিরবেন ৯৫ বাংলাদে‌শি নাগ‌রিক।

স্থানীয় সময় শুক্রবার (৮ ন‌ভেম্বর) রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, আগামী মঙ্গলবার বৈরুত থে‌কে দুবাই হ‌য়ে নবম দফায় দে‌শে ফির‌বেন ৯৫ বাংলা‌দে‌শি নাগ‌রিক। তারা ওইদিন সকা‌লে বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকাল ৭টা ২০ মি‌নিটে রওনা হয়ে রাত ১১টা ২০ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এ পর্যন্ত লেবানন থে‌কে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদে‌শি।

এনআই/এসএম