২০২২ সালে প্রণীত বয়লার আইন বাতিলসহ বয়লার পরিচারকদের সনদ পূর্বাবস্থায় বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সকল বয়লার পরিচারক বৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলন। 

শুক্রবার (৮ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে। 

মানববন্ধনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম বলেন, আমি আশা করি অতি শিগগিরই সরকার কর্তৃপক্ষ দশ দিনের ভেতরে দাবি মেনে নেবেন। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে বয়লার পরিচারক বৃন্দ পাট ও বস্ত্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। অতি শিগগিরই পথে আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করব।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের বয়লার আইন নামের এই কালো আইনটি ফ্যাসিস্ট সরকার কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা না করে, কোনো কোনো বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করে এবং পার্লামেন্টও কোনো আলোচনা না করে একতরফাভাবে একটা কালো আইন পাস করেছে। এই কালো আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংবিধানের পরিপন্থি। এই কালো আইনের ব্যাপারে বিভিন্ন সময় প্রতিবাদ করা হলেও ফ্যাসিস্ট সরকার কোনো কর্ণপাত করেনি। অতি দ্রুত অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে এই কালো আইন বয়লার ২০২২ বাতিল করতে হবে। এছাড়াও সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বয়লার অধ্যাদেশ জারি করতে হবে।   

ওএফএ/এমএ