জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি
জুমার নামাজ ঘিরে বরাবরের মতো আজও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তল্লাশি করে মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। পল্টন মোড় থেকে শুরু করে উত্তর গেট পর্যন্ত সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগে থেকেই মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। যেসব মুসল্লিরা ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে পুলিশকে দেখাতে হচ্ছে। একই সঙ্গে মসজিদের সামনে ডিবি পুলিশের একটি টিমকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন
জানা গেছে, জুমার নামাজের পর উত্তর গেটের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএ