চট্টগ্রামে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য দিলো জামায়াত
চট্টগ্রামের সাতকানিয়ায় ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে জামায়াতে ইসলামি। প্রতি বৃহস্পতিবার এই কার্যক্রম চালানো হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন।
আরও পড়ুন
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই সিন্ডিকেট। এর ফলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এই সিন্ডিকেট খেটে-খাওয়া মানুষকে বেকায়দায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে মানবতার সেবায় জামায়াত ইসলামি ভর্তুকি মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করেছে।
এসময় ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ডা. জাফর উল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি আরিফ চৌধুরী, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন প্রমুখ।
এমআর/এমএসএ