জুলাই-আগস্টে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সঠিক তথ্য এবং প্রশাসনের জবাব চেয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় মিরপুর মডেল থানায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও শহীদ পরিবার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম 'রণক্ষেত্র' মিরপুর-১০ থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারকে নিয়ে মিরপুর মডেল থানায় আসেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মিরপুরের সমন্বয়ক সায়েম জানান, জুলাই-আগস্টের আন্দোলনে হামলা, গুলি, গণহত্যার ঘটনায় কতগুলো মামলা হয়েছে এবং কতজন প্রকৃত আসামি গ্রেপ্তার হয়েছে সেটা জানতে চাওয়া হবে। থানায় আছি, সঠিক জবাব পাওয়া না গেলে থানা ঘেরাও করা হবে।

কোন অদৃশ্য বাধায় আসামি গ্রেপ্তার করা হচ্ছে না জানতে মিরপুরের ডিসির কার্যালয়েও যাওয়া হবে। সদুত্তর পাওয়া না গেলে ডিসি অফিসও ঘেরাও করা হবে, বলেন সায়েম।

জেইউ/জেডএস