রাজধানীতে ‘ফিরে দেখা জুলাই বিপ্লব’ প্রদর্শনী
জুলাই বিপ্লবের তিন মাস পূর্তিতে গণ-অভ্যুত্থানের সময়ের ছবি নিয়ে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শুরু হয়েছে প্রদর্শনী। ‘ফিরে দেখা জুলাই বিপ্লব’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৯৫টি ছবি ও ১৪টি ভাস্কর্য।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. ইউনূস মিয়া বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর এখন পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আন্দোলনে শহীদদের কাছে আমাদের অনেক দায়। সুন্দর বাংলাদেশ গড়তে না পারলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোনিয়া আফরিন বলেন, ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফির শিক্ষার্থীরা আন্দোলনের প্রথম দিক থেকেই ছবি তুলতে বের হয়েছে। কোর্স শেষ হয়ে যাওয়ার পরও প্রাণের তাগিদে এ প্রদর্শনীর আয়োজন করেছে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে এতে।’
প্রদর্শনীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি ছাড়াও আছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি। শিক্ষার্থীরা কাঠ, লোহা, মাটিসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বানিয়েছেন ছোট ছোট ভাস্কর্য। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৯ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী শাখায় সবার জন্য উন্মুক্ত আছে ‘ফিরে দেখা জুলাই বিপ্লব’ প্রদর্শনী।
জেডএস