ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পেছনে পড়ে আছে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুককে জানানো হলে তিনি দায়সারা আচরণ করেন। এটা তার দায়িত্ব নয় বলে বিষয়টি এড়িয়ে যান।

সোমবার (৪ নভেম্বর) বিকেলের দিকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা শিশুটিকে ফেলে যায়, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এ প্রসঙ্গে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওখানে নবজাতক পড়ে আছে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পারলে আপনারা ৯৯৯-এ ফোন দেন।

হাসপাতালে আপনার দায়িত্ব কী— জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষা করা। কোথাও কোনো ঘটনা ঘটলে সে বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে জানানো।

শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

এসএএ/এমজে