ফাইল ছবি

লেবানন থেকে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) অষ্টম দফায় দেশে ফিরবেন ৩২ বাংলাদেশি। আর আজ রাতে সপ্তম দফার ৭০ জনের দেশে ফেরার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অষ্টম গ্রুপে ৩২ জন বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবে। ওইদিন বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রুপটি সকালে রওনা হবে। তারা রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ পর্যন্ত ছয় দফায় লেবানন থেকে ২৬৮ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। আজ রাতে ফেরার কথা আরও ৭০ জনের।

প্রসঙ্গত, লেবানন থেকে দেশে ফিরতে ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন।

এনআই/এসএসএইচ