রাজধানীর খিলক্ষেত এলাকায় চলাচলে শৃঙ্খলা আনতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ৯২ মামলা ও ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ গত ২ নভেম্বর অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বেশি গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে খিলক্ষেতে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়। 

যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৯২টি মামলা ও ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন ধরনের সমস্যাজনিত সর্বমোট ৬টি গাড়ি জব্দ করা হয়।

এছাড়া মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

এমএসি/জেডএস