ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কখনো তার নিকটাত্মীয়, কখনো বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকির অভিযোগ ওঠার পর সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন) অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বা কখনো তার নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে কতিপয় লোক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন মর্মে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন), ডিএমপিকে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

জেইউ/জেডএস