সংবাদপত্রের আলোচিত খবর
দুর্নাম দূরে রাখতে নাছির সাজেন ‘দানবীর’
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
সর্বোচ্চ চাহিদার সময় মূলত তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালানো হয়। কিন্তু ২৭ মাস ধরে বিদ্যুৎ উৎপাদনের এই সরকারি নির্দেশনা মানছে না বেসরকারি খাতের ফার্নেস তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো। ফলে লোডশেডিং করতে হয়েছে সারা দেশে। এ জন্য কোনো জরিমানাও দিতে হচ্ছে না বিদ্যুৎকেন্দ্রগুলোকে। উল্টো বিদ্যুৎকেন্দ্র অলস বসিয়ে রেখে ভাড়া নিচ্ছে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
তেলচালিত বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে নিচ্ছে ভাড়া
চুক্তি অনুসারে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ শতাংশ সময় নিজেরা বন্ধ রাখতে (আউটেজ) পারে একটি বিদ্যুৎকেন্দ্র। তার মানে ১০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র বছরে ৮৩৬ ঘণ্টা (৩৬.৫ দিন) বন্ধ রাখতে পারে। এর বাইরে বন্ধ রাখার সময় কেন্দ্রভাড়া পাবে না; বরং জরিমানা দিতে হবে তাদের। কিন্তু আড়াই বছরের বেশি সময় ধরে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হলেও এর হিসাব করছে না পিডিবি।
কালের কণ্ঠ
বিনিয়োগ সংকটে শিল্পোৎপাদন তলানিতে
উচ্চ সুদের হার, শিল্পাঞ্চলে অস্থিরতা, বিদ্যুৎ-জ্বালানি সংকটসহ নানা কারণে দেশে বিনিয়োগ স্থবিরতা চলছে। এর ফলে বাড়ছে না কর্মসংস্থান। আর তলানিতে এসে ঠেকেছে শিল্পোৎপাদন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় তরুণদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাহিদার মধ্যে নানামুখী সংকটে জর্জরিত উদ্যোক্তারা।
তাঁরা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং বিনিয়োগ পরিবেশ উন্নত না হওয়ায় নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে নীতি সুদহার বাড়ানোয় পাল্লা দিয়ে বাড়ছে ব্যাংকঋণের সুদহারও। এতে নতুন বিনিয়োগ নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা।
কালবেলা
দুর্নীতির টাকায় দানবীর ডিপিডিসির রাজ্জাক
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাসলীগাঁও গ্রামে বাড়ি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আব্দুর রাজ্জাকের। স্থানীয় জনসাধারণের কাছে তিনি পরিচিত দানবীর হিসেবে। গরিব-দুঃখীকে সহায়তার পাশাপাশি এলাকায় গড়েছেন সুদৃশ্য মসজিদ এবং মাদ্রাসাও। ঢাকা, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন অঢেল সম্পদ। কিন্তু ডিপিডিসির একজন প্রকৌশলী সরকারিভাবে যে বেতন পান, তাতে সাধারণ জীবন ধারণ করার কথা। তার শতকোটি টাকার মালিক হওয়ার সুযোগ নেই।
অভিযোগ আছে, নিজের প্রতিষ্ঠানে উৎপাদিত বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, সাধারণ গ্রাহকদের সাব-স্টেশনের সরঞ্জাম কিনতে বাধ্য করা, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি করে তিনি গড়েছেন এসব সম্পদ। বাধাহীনভাবে এসব অনিয়মকে চালু রাখতে হয়েছেন কথিত বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক। নিয়মনীতিকে থোরাই কেয়ার করে ইচ্ছামতো ব্যবহার করেছেন ডিপিডিসিকে। তবে এত অনিয়ম করলেও তার বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তদন্তে দোষী প্রমাণিত হলেও অদৃশ্য কারণে তাকে একপ্রকার দায়মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।
সমকাল
খেলছে সিন্ডিকেট, বাগে নেই চালের বাজার
ভরপুর উৎপাদন, শুল্ক কমে তলানিতে, আমদানির দরজাও খোলা; পাশাপাশি জোরদার বাজার তদারকি কার্যক্রম। সরকারের এতসব আয়োজনেও বাগে আসছে না চালের বাজার। গেল এক মাসে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে চালের দাম। পর্দার আড়ালে বাজারে খেলছে ‘সিন্ডিকেট’। ফলে বিফলে যাচ্ছে সরকারের ইতিবাচক সব উদ্যোগ।
খাদ্যশস্য মজুতেরও আছে নিয়ম। তবে সেই নিয়মের ধার না ধেরে হাজার হাজার টন চাল গুদামে ভরে রেখেছেন উৎপাদন এলাকার মিলার ও মজুতদাররা। চালের সংকট না থাকলেও বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিমভাবে দামের ঘোড়া ছোটাচ্ছেন তারা। এ কারসাজির সঙ্গে বড় করপোরেট প্রতিষ্ঠান, আওয়ামী লীগের আমলে সুবিধা পাওয়া বড় মিলার ও উৎপাদন অঞ্চলের কিছু পাইকারি ব্যবসায়ী জড়িত। ঢাকার বাদামতলী, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজারের কয়েকজন বড় ব্যবসায়ীও রয়েছেন এই চক্রে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার চালের মিল, বাজার ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছে সমকাল।
যুগান্তর
দেশে বাড়ছে শিক্ষিত বেকারের চাপ
কর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না দেশের প্রচলিত শিক্ষা। এজন্য দিন দিন শিক্ষিত ও তরুণ বেকারের চাপ বাড়ছে। বিশেষ করে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকার আশঙ্কাজনক। ফলে সম্ভাবনাময় এই জনগোষ্ঠীর মধ্যে বেড়ে যাচ্ছে হতাশা এবং দেশ বঞ্চিত হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনমিতির সুবিধা থেকে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষিত তরুণরা বেকার থাকায় রাষ্ট্রীয় ও ব্যক্তি সম্পদের অপচয় হচ্ছে। ফলে দক্ষতা বৃদ্ধি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষার মান বাড়িয়ে বাস্তব কাজের সঙ্গে সংযুক্ত করার এখনই সময়।
বণিক বার্তা
আইএমএফের বেঁধে দেয়া সীমার চেয়েও সংকোচনশীল মুদ্রানীতিতে বাংলাদেশ
ঋণ কর্মসূচির শর্ত হিসেবে প্রান্তিক ভিত্তিতে বাংলাদেশের রিজার্ভ মুদ্রা বা মুদ্রাবাজারে থাকা তারল্যের সীমা বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যদিও আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিক শেষে বাজারে প্রকৃত রিজার্ভ মুদ্রার পরিমাণ ছিল আইএমএফের বেঁধে দেয়া সীমার চেয়ে কম।
গত মার্চ শেষে আইএমএফের বেঁধে দেয়া রিজার্ভ মুদ্রার সীমা ছিল ৪ লাখ ১৭ হাজার ৬০০ কোটি টাকা। এ সময়ে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ মুদ্রার পরিমাণ ছিল ৩ লাখ ৫৬ হাজার ৭৮৯ কোটি টাকা। সর্বোচ্চ সীমার তুলনায় রিজার্ভ মুদ্রা কম ছিল ৬০ হাজার ৮১১ কোটি টাকা। গত জুনে আইএমএফের বেঁধে দেয়া ৪ লাখ ২৫ হাজার ৭৭০ কোটি টাকা সীমার বিপরীতে প্রকৃত রিজার্ভ মুদ্রার পরিমাণ ছিল ৪ লাখ ১৩ হাজার ৬৪৭ কোটি টাকা। এক্ষেত্রে পার্থক্য ছিল ১২ হাজার ১২৩ কোটি টাকা। সর্বশেষ গত সেপ্টেম্বরে রিজার্ভ মুদ্রার পার্থক্য ছিল ৩০ হাজার ৮৯৭ কোটি টাকা।
কালবেলা
ক্ষমা চাইতে হবে নইলে আইনি পদক্ষেপ
বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) সম্প্রতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। যিনি এই দাবি জানিয়েছেন তাকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে সংগঠনটি। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির বাংলাদেশের নেতারা এ কথা বলেন।
ইত্তেফাক
একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকতে পারবেন না বিচারকরা
বিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর পর অবশেষে নিম্ন আদালতের বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালা হচ্ছে। এ লক্ষ্যে প্রণীত খসড়া নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে কোনো বিচারক তিন বছরের বেশি থাকতে পারবেন না। রাজধানী ঢাকায় বিচারকের কর্মকাল ছয় বছরের বেশি হবে না।
ঢাকায় কোনো পদে তিন বছর চাকরি করলে তাকে অবশ্যই রাজধানীর বাইরে পদায়ন করতে হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা-বিধান এবং চাকরির অন্যান্য শর্তাবলী) বিধিমালা, ২০০৭ অধিক কার্যকর করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন
কালবেলা
৮ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা
সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতারা বলেছেন, আট দফা দাবিতে সারা দেশের ধর্মীয় সংখ্যালঘুরা আজ ঐক্যবদ্ধ। দাবি আদায়ে তারা রাজপথে নেমেছেন। যতই মামলা দেওয়া হোক, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হোক—দাবির বাস্তবায়ন ছাড়া তারা কেউ মাঠ ছাড়বেন না।
তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরে যত সরকার এসেছে, তারা দাবি জানিয়েছে। কিন্তু দাবি বাস্তবায়ন হয়নি। আগে তারা দাবি জানিয়ে থমকে গেছেন, আন্দোলন চালিয়ে যেতে পারেননি। কিন্তু এবার যতক্ষণ দেহে প্রাণ থাকবে, কেউ ঘরে ফিরবে না। সারা দেশে ৩ কোটি হিন্দু সম্প্রদায় আজ জেগেছে। দাবি মানা না হলে প্রয়োজনে ৫০ লাখ লোক নিয়ে ঢাকা ঘেরাও করা হবে। এ দেশ আমাদের, এ দেশ আমাদের জন্মভূমি। সুতরাং তারা কেউ এ দেশ ছেড়ে যাবে না।
মানবজমিন
উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দপ্তরে কর্মরতদের পারফরম্যান্স ও সম্পদের তথ্য জানতে চেয়েছেন ড. ইউনূস
প্রায় তিন মাস বয়সী ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। একবার সম্প্রসারণের পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২১। প্রধান উপদেষ্টার দুইজন বিশেষ সহকারী, একজন বিশেষ দূত এবং একজন মুখ্য সমন্বয়ক (এসডিজি) রয়েছেন। ইতিমধ্যে সরকারের পারফরম্যান্স নিয়ে চারদিকে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, সরকারের গতি শ্লথ।
আবার কারও কথা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এমন হওয়াটা অস্বাভাবিক নয়। সরকার ধীরে ধীরে সবদিক সামলে নিচ্ছে। ওদিকে এই পরিস্থিতিতে উপদেষ্টাদের পারফরম্যান্স যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাদের কাছে তাদের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাদের সম্পদের হিসাব সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার দূত, সহকারী এবং সংশ্লিষ্টরাও পড়বেন এর আওতায়।
আজকের পত্রিকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ৭৪৭ পুলিশ চিহ্নিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের অন্তত ৭৪৭ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এসব কর্মকর্তা গত ১৮ থেকে ২১ জুলাই গুলি করেছেন। তালিকাটি যাচাই-বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ওই চার দিনে হতাহতের ঘটনায় পুলিশের করা মামলাগুলোর এজাহার থেকেই গুলি-বর্ষণকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। তাঁরা গুলি করার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি। গুলি করার নির্দেশদাতা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবজমিন
বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে
আওয়ামী লীগের আমলে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরও বেশি। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে।
গতকাল দুপুরে ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায়’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও সম্ভাবনার বাংলাদেশ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্ট সিডনি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান চৌধুরী।
বণিক বার্তা
নাগরিক পরিসর ও শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ অনেকেই সোভিয়েত অ্যালামনাই
স্বাধীনতার পর প্রথম দুই দশকে বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে গেছেন অনেকেই। তাদের অনেকেই এখন দেশের নাগরিক পরিসরে বিভিন্ন প্লাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নামকরা অর্থনীতিবিদ, আইনজ্ঞসহ তাদের অনেকেই স্থানীয় ও আন্তর্জাতিক মহলে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্যতা গড়ে তুলেছেন।
আবার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসা ব্যক্তিদের তালিকায় এমন অনেকেই আছেন, যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদগুলোয় সরকারের নিয়োজিত ব্যক্তি হিসেবে আলোচনায় এসেছেন।
সমকাল
দুর্নাম দূরে রাখতে নাছির সাজেন ‘দানবীর’
দুই হাতে দান করলেও এলাকায় চাউর আছে– নাছির অবৈধ টাকা কামাতেন ‘চার হাতে’! চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের ক্ষমতা এতটাই প্রবল ছিল, তাঁর কথার বাইরে ছিল না ‘টুঁ’ শব্দ করার সুযোগ। ২০১৫ সালের মার্চে সিটি ভোটের আগে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নাছির জানিয়েছিলন, তাঁর আছে প্রায় ১২ কোটি টাকার সম্পদ। মেয়র হয়েই যেন বদলে যান নাছির। ক্ষমতার সঙ্গে বাড়তে থাকে সম্পদের ব্যাপ্তি।
মেয়রের চেয়ারে বসার তিন মাসের মাথায় যৌথ অংশীদারিত্বে ৫০ কোটি টাকায় চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ নেন নাছির। এর পর শিশুপুত্রকে আহ্লাদ করে দেড় কোটি টাকায় লেক্সাস ব্র্যান্ডের গাড়ি কিনে দেওয়ার ঘটনায় সেই সময় বেশ শোরগোল পড়ে। সময় যত গড়াতে থাকে, ততই বেপরোয়া হয়ে ওঠেন চট্টলার প্রতাপশালী এই নেতা। তবে নানা অপকীর্তিতে জড়িয়ে শেষ দিকে এসে তিনি হারান দলের আস্থা। মেয়র পদে দ্বিতীয়বার মনোনয়ন চেয়েও পাননি। পরে সর্বশেষ জাতীয় নির্বাচনে এমপি হওয়ার জন্য তিন আসন থেকে মনোনয়ন চেয়েও শেখ হাসিনার মনে আর ঠাঁই পাননি।
কালের কন্ঠ
‘ভয়ংকর’ দাপটে তটস্থ থাকত মানুষ, হাতিয়েছেন শতকোটি
আরশেদুল আলম বাচ্চু। প্রায় ২৫ বছর আগে চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস হয়েছিলেন তিনি। এরপর ওই কলেজে আর ছাত্রসংসদ নির্বাচন হয়নি। এক যুগ আগে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
ছাত্রলীগ সমর্থিত এই নেতা আড়াই বছর আগে মহানগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী হলেও সফল হননি। তবে বিপুল অর্থসম্পদের ঠিকই মালিক বনে গেছেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাচ্চুকে। গত সাড়ে ১৫ বছরে নামে-বেনামে অন্তত কয়েক শ কোটি টাকার মালিক হয়েছেন তিনি।
এছাড়া হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা; অর্থ পাচারে বিচারের মুখে এস আলম-সাইফুজ্জামান; জানালেন ইফতেখারুজ্জামান আ.লীগ আমলে বছরে পাচার ১৫ বিলিয়ন ডলার; ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ মৃত্যু; জাপা নিষিদ্ধের দাবিতে চক্রান্ত দেখছেন ফখরুল; এবার খুলনায় জাতীয় পার্টির অফিসে আগুন, ভাঙচুর; আদালত নিয়ন্ত্রণে নেবেন ট্রাম্প!; উন্নয়নে অংশীদারত্বমূলক সংস্কার কমিটি তৈরির আহ্বান সিপিডির; একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আমরা বিরক্ত; লোডশেডিং বাড়ছে কয়লার অভাবে; সাত কলেজ ইস্যুতে বিপাকে ঢাবি; পাহাড় কেটে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতার; ২০০ টাকায় শুরু, এখন শতকোটির মালিক; ছিনতাইয়ের জিডি নিয়ে দায় সারে পুলিশ; পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কমিশন গঠনসহ ৯ দাবি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।