পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এজন্য এখন থেকে তার পরিবর্তে সরকার যেন সরাসরি যোগাযোগ করতে পারে, সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
অপূর্ব জাহাঙ্গীর বলেন, “বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ পুতুল নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তাঁর বিরুদ্ধে যেহেতু আর্থিক ও ফৌজদারি মামলা আছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটিকে অনুরোধ করা হয়েছে।
এনএম/এমটিআই