৩০ অক্টোবর : একনজরে আলোচিত সব খবর
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে, হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ পড়ছে, রপ্তানি উন্নয়ন তহবিলে ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ...
বুধবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…
বিজ্ঞাপন
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে
গত জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ চলমান রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রবেশাধিকার চাইলেন চিফ প্রসিকিউটর
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার আলামত ও সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ প্রক্রিয়া, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও অনলাইন সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ পড়ছে
২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?
২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরের দিন ঘুম থেকে উঠে বিশ্ব জানতে পারে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ আর. বাইডেন জুনিয়রের ফলের জন্য পরের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়নি।
রপ্তানি উন্নয়ন তহবিলে ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
রপ্তানিকারকদের সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।
সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। যা আজকে ছিল এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা।
ঢাকার দুই সিটি কর্পোরেশন পাচ্ছে পূর্ণাঙ্গ প্রশাসক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, শুরুতে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং পর্যায়ক্রমে অন্যান্য সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগের কাজ সম্পন্ন হবে।
আনুষ্ঠানিকভাবে বিপিএল শুরুর সময় জানাল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, আগামীকাল ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনদিন পিছিয়েছে আসর শুরুর সময়।
ক্লান্তি-অবসাদে ভুগছেন ইসরায়েলের সংরক্ষিত সেনারা
গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশও হয়ে পড়েছেন অনেকে।
ডিবি হারুনের শ্বশুরের নামে উত্তরায় ১০ তলা বাণিজ্যিক ভবন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর সোলায়মান মিয়ার নামে উত্তরায় মিলেনিয়াম টাওয়ার নামে ১০ তলা ভবনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এমএসএ