ফাইল ছবি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগে দেখতাম সরকারি খরচে বিশাল বহর হজে গেছেন। এবার হজ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কাউকে গেস্ট হিসেবে হজে নেওয়া হবে না। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এর আগে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। 

আজ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে খালিদ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা সরকারি খরচে হজে যাওয়ার বিষয়টি তুলেছেন এবং এই প্র্যাকটিস বন্ধ করার জন্য বলেন। সেই প্রেক্ষিতে এবার হজ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কাউকে গেস্ট হিসেবে হজে নেওয়া হবে না। তবে যারা হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তাদের তো নিতে হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ‌ক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বছর সরকারি খরচে কেউ হজে যাবে না। কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। এছাড়া অন্য কাউকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না।  

এনএম/এমএসএ