সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা।

সা‌বেক প্রধানমন্ত্রী হি‌সে‌বে খা‌লেদা জিয়া‌কে যুক্তরা‌জ্যে চি‌কিৎসার জন্য নেওয়া হ‌বে। এ ব্যাপা‌রে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ব্যবস্থা সম্প‌র্কে জান‌তে চাওয়া হয় তৌ‌হিদ হো‌সে‌নের কা‌ছে।

জবা‌বে উপ‌দেষ্টা ব‌লেন, তিনি (খা‌লেদা জিয়া) চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে। এটা আমার করব।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, ওখানে (যুক্তরা‌জ্যে) যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব। 

প্রসঙ্গত, বিএন‌পির চেয়ারপার্সন খালেদা জিয়া চি‌কিৎসার জন্য ৭ ন‌ভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা র‌য়ে‌ছে। তার স‌ঙ্গে প্রায় ১৫ সদ‌স্যের এক‌টি প্রতি‌নি‌ধিদলের যুক্তরাজ্য সফ‌রে যাওয়ার কথা শোনা যা‌চ্ছে।

এনআই/এসএসএইচ