ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বাজারে চালের দাম বাড়ছে। এর মধ্যে উদ্বেগজনক খবর হলো, সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভারতসহ উজানের দেশগুলো থেকে আসা ঢলে আমনের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৮ লাখ ৩৯ হাজার টন।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

চালের দাম বাড়ছেই, সরকারি মজুত কমছে

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের কাছে দেওয়া একটি প্রতিবেদনে বলেছে, চাল আমদানি বাড়াতে শুল্ক-কর পুরোপুরি তুলে নেওয়া দরকার।

কালবেলা

পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কী

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আর্থিক খাতে নানা অনিয়ম-দুর্নীতির কারণে বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা ব্যাংক, যা আগে ফারমার্স ব্যাংক নামে পরিচালিত হতো। রাজনৈতিক বিবেচনায় ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের আবদারে ২০১২ সালে এই ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

শুরু থেকেই ব্যাংকটিতে ছিল অনিয়ম আর লুটপাট। তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই পার পেয়ে গেছে। ধীরে ধীরে ব্যাংকটির অবস্থা দুর্বল হতে থাকে। নানা ধরনের অনিয়মের কারণে ব্যাংকের গ্রাহকের আস্থা তলানিতে ঠেকলে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হন মহীউদ্দীন খান আলমগীরসহ প্রভাবশালী উদ্যোক্তারা। যদিও কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি কাউকেই।

মানবজমিন

আমেরিকা-সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাড়া মিলছে না। এ ইস্যুতে সেনা প্রশাসন থেকেও মতামত দেয়া হয়েছে। অপসারণ ইস্যুতে সায় নেই বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও। এমন অবস্থায় প্রেসিডেন্টকে অপসারণ করতে মাঠে নামা ছাত্র আন্দোলনের নেতারা কী করবেন? 
সাহাবুদ্দিনের অপসারণ বা পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। ইতিমধ্যে প্রধান প্রধান দলগুলোর সঙ্গে তাদের বৈঠক সম্পন্ন হয়েছে। এসব বৈঠকে প্রেসিডেন্টকে অপসারণ করার বিষয়ে নিজেদের মত তুলে ধরেছেন ছাত্রনেতারা। বিপরীতে বেশির ভাগ দল প্রেসিডেন্ট অপসারণের পর সাংবিধানিক শূন্যতা তৈরির বিষয়টি সামনে এনেছে। এ ছাড়া অপসারণের পর বিকল্প কী হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রেসিডেন্টকে অপসারণের বিপক্ষে। ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে সরাসরি সিদ্ধান্ত না জানিয়ে দলটির নেতারা দলীয় ফোরামের আলোচনার কথা বলেছিলেন। সর্বশেষ সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনায় এই ইস্যুটি ছিল।

কালের কণ্ঠ

শুরু হলো নির্বাচনের অভিযাত্রা

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য অনুুসন্ধান বা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে দেশে নির্বাচনী অভিযাত্রা শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে এই কমিটি গঠনের আগাম খবর জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। আপনারা বলতে পারেন নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।’

জানা যায়, সার্চ কমিটির প্রধান হতে পারেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বণিক বার্তা

ফসলে ঘাটতি বড় সংকটের দিকে নিয়ে যেতে পারে

দেশের খাদ্য উদ্বৃত্ত অঞ্চলগুলোর একটি ময়মনসিংহ। বাংলাদেশের মোট খাদ্য চাহিদার অন্তত ১০ শতাংশ এখান থেকেই পূরণ করা হয়। ময়মনসিংহের পাশাপাশি জামালপুর, শেরপুর ও নেত্রকোনা—এ চার জেলায় ২০২৩-২৪ অর্থবছরে খাদ্য উৎপাদন হয়েছিল ৪৪ লাখ ৮৮ হাজার ৯৫০ টন। বিপরীতে এ অঞ্চলে চাহিদা ছিল মাত্র ১৮ লাখ ৭ হাজার ২৩৩ টন।

বাকি প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৭১৭ টন উদ্বৃত্ত খাদ্যে পূরণ করা হয় রাজধানীসহ আশপাশের জেলাগুলোর চাহিদা। তবে সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের লক্ষাধিক হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। দেশের পূর্বাঞ্চলে তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায়ও আমনসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাদ্য উদ্বৃত্ত জেলায় সাম্প্রতিক এ বন্যার কারণে ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিলে তা সার্বিক খাদ্যনিরাপত্তায় প্রভাব ফেলবে বলে আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের।

দেশ রূপান্তর

আতঙ্ক ঘরে বাইরে

ঢাকায় গত ৯ মাসে চুরি কমলেও বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। রাজধানীতে গড়ে প্রতিদিনই ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। সবচেয়ে নাজুক অবস্থা মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা ও ডেমরা এলাকার। এসব এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের কাছে যাচ্ছেন কম।

আবার যারা যাচ্ছেন, তারা আশানুরূপ প্রতিকার পাচ্ছেন না। যদিও নানা ঘটনাপ্রবাহের পর আলোচনা-সমালোচনার মুখে মোহাম্মদপুর থানা-পুলিশ নড়েচড়ে বসেছে। যৌথ বাহিনীর সঙ্গে এলাকা জুড়ে চালাচ্ছে সাঁড়াশি অভিযান।

সমকাল

৭৭ নদী হত্যায় দীপু মনিসহ ২৫৬ আওয়ামী লীগ নেতা

নদী একেকটি জনপদের পরিবেশ-প্রতিবেশসহ মানুষের জীবিকার বড় উৎস। নদী ছাড়া পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও কৃষি সুরক্ষা কল্পনা করা অসম্ভব। অথচ গত ১৫ বছরে সারাদেশে আওয়ামী লীগ নেতাদের হাতে কার্যত প্রাণ হারিয়ে বিলুপ্তির প্রহর গুনছে অসংখ্য নদী। সোমেশ্বরী, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনাসহ আরও অনেক নদী তার চরিত্র হারিয়ে এখন বালুমহালে পরিণত হয়েছে।

অনুসন্ধান বলছে, মেঘনা, সোমেশ্বরী, যাদুকাটা ও পদ্মার মতো ৭৭টি নদীর ১৭৬টি স্থানে বালু তোলার সিন্ডিকেটে ছিল ২৫৬ আওয়ামী মাফিয়া। যার প্রধান মাফিয়া ছিলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ অনেক এমপি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রায় ৭৭টি নদী এখন হুমকির মুখে। প্রতিদিন বালু উত্তোলন থেকে চাঁদাবাজির পরিমাণ ছিল ১ কোটি ২৫ লাখ টাকা। সেই হিসাবে প্রতিদিন এসব নদী থেকে ২৭ কোটি ১৩ লাখ টাকার ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।

দেশ রূপান্তর

পান থেকে চুন খসলেই ঘুষ

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা। আড়াই বছরের বেশি সময় আগে হবিগঞ্জে যোগদানের পর থেকেই অফিসের রেস্টরুমকে ব্যবহার করছেন বাসভবনের মতো। পঞ্চম গ্রেডের এই কর্মকর্তা প্রতি মাসে সরকারি তহবিল থেকে বাসা ভাড়া পাচ্ছেন ২৪ হাজার ৪৪৭ টাকা।

গত ৩০ মাসে ৭ লাখ ৩৩ হাজার ৪১০ টাকা বাসা ভাড়া পেলেও থাকছেন নিজ দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টরুমে। যদিও রেস্টরুমটির ভাড়া হিসেবে একটি টাকাও জমা দেননি সরকারি কোষাগারে। অবশ্য গোলাম মাওলার দাবি, রেস্টরুমটির ভাড়া হিসেবে রোজ ১০০ টাকা করে সরকারি চালানে জমা দিচ্ছেন। কিন্তু তার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

কালের কণ্ঠ

ইভিএম এখন ইসির গলার কাঁটা

‘ভোট জালিয়াতির সাদা হাতি’ হিসেবে পরিচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিপাকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর পেছনে সরকারের গচ্চা গেছে প্রায় চার হাজার কোটি টাকা। এই বিপুল অর্থব্যয় ছাড়া তেমন কোনো কাজেই লাগেনি এই মেশিন। এসংক্রান্ত প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩০ জুন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এর প্রয়োজনও ফুরিয়েছে বলে মনে করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। কিন্তু পড়ে থাকা দেড় লাখ মেশিনের এখন কী গতি হবে, সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ধারণা নেই।

প্রথম আলো

যৌন নির্যাতন: কিশোরীদের কেউ ছাড়ছে পড়াশোনা, কারও হচ্ছে বাল্যবিবাহ

বছর চারেক আগের ঘটনা। কলেজশিক্ষকের বাসায় পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন সদ্য এসএসসি পাস মেয়েটি (১৬)। বাড়িতে এসে ঘটনাটি বলার পর উল্টো বকাঝকা শুনতে হয়—এত মেয়ের মধ্যে শিক্ষক কেন তাকেই নির্যাতন করলেন!

কিশোর বয়সী মেয়েটি প্রথম আলোকে বলে, ‘ঘটনা প্রকাশ করলে আমাকেই হেনস্তার মধ্যে ফেলবেন বলে শিক্ষক হুমকি দিয়েছিলেন। অন্যদিকে বাসা থেকে সমর্থন পাচ্ছিলাম না। আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তিন বছর কলেজে যাইনি, কারও সঙ্গে মিশতাম না।’

এছাড়া ড. আসিফ নজরুল নির্বাচনের যাত্রা শুরু হয়েছে; সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের; রাজনীতিকদের মিশ্র প্রতিক্রিয়া; খালেদা জিয়া নভেম্বরের প্রথম সপ্তাহে লন্ডন যাচ্ছেন; এ দেশে আপনার অধিকার যতটুকু আমারও ততটুকু; শরিকদের সহযোগিতার চিঠি নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ; দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ; আ.লীগসহ ১১ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।