পদোন্নতি পাওয়া ৩৪ মৎস্য কর্মকর্তাসহ মোট ৪৪ জনের কর্মস্থল রদবদল
মৎস্য অধিদফতরের ৪৪ জন মৎস্য কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৪ জন মৎস্য কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
রোববার রাষ্ট্রপতির এক আদেশে উপসচিব হাফছা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতি পাওয়াসহ অন্যান্য কর্মকর্তারা দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা এবং মৎস্য অধিদফতরের ঢাকা অফিসে কর্মরত ছিলেন।
কর্মকর্তাদের পদোন্নতির পাশাপাশি বদলিও করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদফতেরর এসব মৎস্য কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে কাজ করবেন। বদলি হওয়া মৎস্য কর্মকর্তাদের মধ্যে জেলা মৎস্য, উপজেলা মৎস্য, সিনিয়র সহকারী মৎস্য, সহকারী মৎস্য কর্মকর্তাসহ অনেকেই আছেন। এছাড়া দুই একজন প্রকল্পে প্রেষণেও কাজ করবেন।
পদোন্নতি পাওয়াসহ ৪৪ জন মৎস কর্মকর্তার রদবদলের সব তথ্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, মৎস্য অধিদফতেরর অধীনে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্য কর্মকর্তারা। দেশের একেবারে মাঠ পর্যায়ে মাছ চাষিদের সেবা দেয়ার পাশাপাশি মাছের নতুন নতুন উদ্ভাবন ছড়িয়ে দিচ্ছেন।
একে/এনএফ