অবসরপ্রাপ্ত সচিব বেগম ও এন সিদ্দিকা খানমের স্থগিত থাকা অবসর-উত্তর ছুটি (পিআরএল) পুনর্বহাল করেছে সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে জানানো হয়, অবসরপ্রাপ্ত সচিব বেগম ও এন সিদ্দিকা খানমের অনুকূলে স্থগিত করা অবসরোত্তর ছুটি (পিআরএল) ৮ অক্টোবর ২০২৪ থেকে ১১ জুন ২০২৫ তারিখ পর্যন্ত পুনর্বহাল করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সিদ্দিকা খানম বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে ১৯৮০ ও ১৯৮১ সালে যথাক্রমে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন সিদ্দিকা খানম।

এসএইচআর/এসএসএইচ